Read Time:1 Minute, 6 Second
সংক্রমণ বাগে আনা যাচ্ছে না কিছুতেই। এরই মাঝে আশার কথা শোনাল কেন্দ্রীয় সরকার নিযুক্ত কমিটি। কমিটির দাবি, করোনা ভাইরাসের সর্বোচ্চ শিখর পেরিয়ে এসেছে ভারত। এই ঘোষণার পরেই করোনা-যুদ্ধে জয়ের স্বপ্ন দেখা শুরু হয়েছে।

তবে করোনাকে দমন করতে এখনও সতর্কবিধি মেনে চলতে হবে। কেন্দ্রীয় কমিটির বার্তা, করোনার অতিমারি থেকে আগামী বছরের শুরুর দিকেই নিস্তার পাবে ভারত। কারণ, এই দেশে করোনা সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারি মাস থেকেই করোনার গ্রাফ অনেকটা কমে যাবে বলেই আশা কেন্দ্রীয় কমিটির। পাশাপাশি শীতকাল ও উৎসবের মরশুমে পরিসংখ্যান খানিকটা হলেও বাড়বে বলেই আশঙ্কা করেছে কমিটি।