ক্রমেই চওড়া হচ্ছে করোনার থাবা। বাদল অধিবেশনের আগে করোনা রিপোর্ট নেগেটিভ এলেও ফের টেস্ট করতেই রিপোর্ট পজিটিভ এসেছে নীতীন গড়করী ও প্রহ্লাদ প্যাটেলের । শুক্রবার কোভিড পজিটিভ হন রাজ্যসভার সাংসদ বিনয় সহস্রবুদ্ধে। বিষয়টি নিয়ে শনিবার বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠক ডাকে। সেখানেই সিদ্ধান্ত হয় যেভাবে প্রতিদিন করোনা সংক্রমণ বাড়ছে, তাতে লোকসভার বাদল অধিবেশনের মেয়াদ কমিয়ে আনা হবে। সেক্ষেত্রে সূত্রের খবর বুধবারই শেষ হতে পারে অধিবেশন। অধিবেশনের সময় কমানোর জন্য সরকার ইতিমধ্যে বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা করেছে। বেশ কয়েকটি বিরোধী দল সরকারের প্রস্তাবে সম্মতি দিয়েছে। উল্লেখ্য, সংসদের অধিবেশন বসার আগে বাধ্যতামূলক কোভিড টেস্ট হয়েছিল সাংসদদের। তাতেই লোকসভার ১৭ সাংসদ ও রাজ্যসভার ৮ সাংসদ করোনা পজিটিভ হন। এরমধ্যে ১২ সাংসদ বিজেপির, ২ জন ওয়াইএসআর কংগ্রেসের, ২ জন শিবসেনার, ২ জন ডিএমকের ও আরএলপির একজন।
