অবশেষে রাজ্যে খুলতে চলেছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি। করোনা কালীন পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরেই বন্ধ রাখা হয়েছিল রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলি। তবে বর্তমান করোনা পরিস্থিতিতে বেশ কিছুটা স্বাভাবিক হয়েই পুনরায় শিক্ষা প্রতিষ্ঠান গুলো খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। কিছুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি অনুষ্ঠানে রাজ্যের স্কুল এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার সিদ্ধান্ত নিয়েছিলেন। আর তারপর থেকেই রাজ্যের বিভিন্ন বোর্ডের বিদ্যালয়ের সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিচর্যার কাজ শুরু করা হয়।
করোনাকালীন পরিস্থিতিতে দীর্ঘ এক বছরেরও বেশি সময় জন্য বন্ধ রাখা হয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। কোথাও আগাছা ঢেকেছে বিদ্যালয় প্রাঙ্গন, তো কোথাও আবার অবহেলা এবং অনাদরে ধুলো পড়েছে সমস্ত স্মৃতিতে। দীর্ঘদিন ধরেই বাড়ি থেকে অনলাইনে পঠন-পাঠন সম্পন্ন করেছেন সমস্ত ছাত্র-ছাত্রীরা। অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে করা এই ঘোষণাতে স্বভাবতই খুশি হয়েছিলেন সমস্ত পড়ুয়ারা। যদিও মাঝে বেশ কিছুদিনের জন্য খোলা হয়েছিল বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গুলি। তবে করোনা সংক্রমনের মাত্রা বৃদ্ধি পাওয়ায় পুনরায় বন্ধ রাখা হয় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি। দীর্ঘদিন পরে নিজেদের সহপাঠীদের সঙ্গে একই শ্রেণিকক্ষে বসে ক্লাস করতে চলেছেন পড়ুয়ারা। আর সেই উচ্ছ্বাস ইতিমধ্যেই দেখা গিয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে।