নিজস্ব সংবাদদাতা,হাওড়াঃ সাঁতরাগাছিতে ভয়াবহ পথ দুর্ঘটনা ।শনিবার সাতসকালে কলকাতা থেকে বোম্বে রোডের দিকে আসার পথে সাঁতরাগাছির ব্রিজের রেলিং টোপকে ঝিলের জলে পড়ে যায় একটি লরি। মর্মান্তিক এই দুর্ঘটনার জেরে নিখোঁজ লরির চালক ও খালাসী। জানা যাচ্ছে মূলত নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে নিচে পড়ে যায় লরিটি। পুলিশ সূত্রে জানা গেছে কলকাতা থেকে হাওড়ার দিকে যাচ্ছিলে লরিটি। জানা যায় সেই সময় ৩০ ফুট নিচে বিলের জলের মধ্যে পড়ে যায় লরিটি । যদিও এখনও পর্যন্ত জানা যাচ্ছে না ইতিমধ্যেই কেউ জলে পড়েছে কিনা।
ঘটনা ঘটা মাত্র খবর দেওয়া হয় উদ্ধারকার্য বাহিনীকে। উদ্ধারকার্যে নেমেছে সাঁতরাগাছি থানার পুলিশ ও দমকলকর্মীরা। দুটি উচ্চক্ষমতা সম্পন্ন হাইড্রোলিক ক্রেনের সাহায্যে চলছে উদ্ধারের প্রক্রিয়া। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে কোনা এক্সপ্রেসওয়েতে। যানজট মুক্ত করতে আপাতত একটি লেন দিয়ে কলকাতা ও বোম্বে রোডগামী উভয় দিকের গাড়ি গুলিকে ছেড়ে যানজট মুক্ত করার চেষ্টা চালাচ্ছে স্থানীয় প্রশাসন । ঘটনার ফলে যান চলাচল বেশ কিছুটা শ্লথ হয়ে পড়েছে। যার ফলে নিত্যযাত্রীদের বেশ কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে।