Read Time:1 Minute, 16 Second

কয়েকদিন ধরেই গরু পাচারকাণ্ডে নিয়ে তৎপর সিবিআই। ইতিমধ্যে গ্রেফতারও করা হয়েছে এক বিএসএফ আধিকারিক সুশীল কুমারকে। তাকে জেরা করেই শুক্রবার ভোরে মুর্শিদাবাদের ব্যবসায়ী মূল অভিযুক্ত এনামুল হককে দিল্লি থেকে গ্রেফতার করল সিবিআই। সিবিআইয়ের দাবি, সীমান্তে বিএসএফের আটক করা গরু কাটমানি দিয়ে ছাড়িয়ে ফের বাংলাদেশে পাচার করেছেন এনামুল। বিএসএফ আধিকারিক সতীশ কুমারকে গরুপিছু ২,০০০ টাকা করে দিয়েছেন তিনি।এছাড়া কাস্টমস আধিকারিকদের দিয়েছেন ৫০০ টাকা করে। পাশাপাশি কলকাতায় নিজের কোম্পানিতে সতীশ কুমারের ছেলে ভুবন ভাস্করকে ৩০,০০০ টাকা মাস মাইনের চাকরিও দিয়েছিলেন এনামুল।
ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার দিনভর কলকাতা ও বিধাননগরের একাধিক এলাকায় তল্লাশি চালায় গোয়েন্দারা।