BREAKING : প্রয়াত হলেন বাঙালির ছোটবেলার সঙ্গি নন্টে-ফন্টে, হাঁদা-ভোঁদা, বাঁটুল দি গ্রেটে-র মত অনন্য সৃষ্টির স্রষ্টা নারায়ন দেবনাথ।
0
0
Read Time:35 Second
BREAKING : প্রয়াত হলেন বাঙালির ছোটবেলার সঙ্গি নন্টে-ফন্টে, হাঁদা-ভোঁদা, বাঁটুল দি গ্রেটে-র মত অনন্য সৃষ্টির স্রষ্টা নারায়ন দেবনাথ। বাংলা সাহিত্যের ইতিহাসে অবসান ঘটল এক যুগের। নারায়ন দেবনাথের মত কমিক স্টোরির স্রষ্টার সৃষ্টির রস যারা আস্বাদন করেননি তারা বুঝলেননা আজ বাঙালি কি হারালো। তোমায় সেলাম নক্ষত্র।
নিজস্ব প্রতিবেদন, কলকাতা : সমাজে শিক্ষাব্যবস্থা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে। এবারও ব্যতিক্রম হলো না। প্রতিবারের মতো এবারও দশজন ছাত্রছাত্রীদের জীবন নিয়ে ছেলেখেলা হতে দেখা গেল। রবীন্দ্রভারতীর দশজন পড়ুয়ার ভবিষ্যত এখন প্রশ্নের মুখে দাঁড়িয়ে।ভর্তি হয়ে ক্লাস করাও শুরু গিয়েছিল তাঁদের। দেড় মাস ক্লাসের পর তাঁরা জানতে পারেন, যে কোর্সে তাঁরা ভর্তি […]