বৃহস্পতিবার ভোরে ১৬ ঘন্টা সফর শেষে দিল্লি এসে পৌঁছেছে বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেট দল। বিমানবন্দর থেকে নেমে হোটেলে গিয়ে কেক কাটেন রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ারা। রোহিতকে পুরো সফরটা নাচতে দেখা গিয়েছে। বাস থেকে নেমে হোটেলে ঢোকার মুখেও আনন্দে ভাঙড়া নাচতে দেখা যায় ক্যাপ্টেনকে। এরপর হোটেলে থেকেই গোটা ভারতীয় দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে পৌঁছয়। ভারতীয় দল সেখানে পৌঁছনোর পরেই ক্যাপ্টেন রোহিত শর্মা প্রধানমন্ত্রীর মোদির হাতে তুলে দেন বিশ্বকাপের ট্রফি। এরপর রোহিতকে ও বিরাটকে নিজের পাশে দু’দিকে বসিয়ে দলের বাকি সতীর্থদের সঙ্গে খোশমেজাজে দীর্ঘক্ষণ আড্ডা দেন প্রধানমন্ত্রী।
শুধু ভারতীয় ক্রিকেটাররাই নন, সঙ্গে ছিলেন তাঁদের পরিবারের সদস্যরাও। যশপ্রীত বুমরাহর ছোট্ট ছেলেকে কোলেও তুলে নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীকে তাঁর নামাঙ্কিত জার্সিও উপহার দেওয়া হয় ভারতীয় দলের তরফ থেকে। এরপর নিজের বাসভবনে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে দীর্ঘ আড্ডায় প্রধানমন্ত্রী ক্রিকেটের খুঁটিনাটি আলোচনা করেন।
এমনকি কে কোন শট খেলতে বেশি পছন্দ করেন, বিরাটদের সেকথাও স্মরণ করিয়ে দেন। সূর্যকুমারের সঙ্গে তাঁর বিখ্যাত ক্যাচ নিয়েও কথা বলেন মোদি। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর টিম ইন্ডিয়ার সদস্যরা রওনা দিয়েছেন দিল্লি বিমানবন্দরের দিকে। সেখান থেকে মুম্বই পৌঁছান। সেখানে কিছুক্ষণ বিশ্রামের পর সেলিব্রেশন শুরু করবেন প্লেয়াররা। মেইন ইন ব্লু’ টিমকে দেখার জন্য মেরিন ড্রাইভে ভক্তদের ভিড়।