দেশে ফিরছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। বৃহস্পতিবার ভোরে চার্টার্ড বিমানে দিল্লি পৌঁছবে ভারতীয় দল। ১৭ বছর পর টি-২০ বিশ্বকাপ জিতেও গত তিনদিন বার্বাডোজে আটকে গিয়েছেন রোহিতরা। প্রাকৃতিক দুর্যোগের কবলে পরেই এহেন পরিস্থিতিতে পড়েন তারা। অবশেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের পাঠানো বিশেষ বিমানে স্থানীয় সময় বুধবার ভোর ৪.৫০ মিনিটে রওনা দেয় টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার ভোর ৬.২০ মিনিটে দিল্লি পৌঁছবেন বিশ্বজয়ীরা। ফেরার সঙ্গে সঙ্গে একাধিক কর্মসূচি রয়েছে তাদের তালিকায়।
দেশে ফিরেই প্রধানমন্ত্রীর সঙ্গে প্রাতরাশ সারবেন বিশ্বজয়ীরা। সংবর্ধনার ব্যবস্থা করা হয়েছে বলে খবর। তার পরে মুম্বইয়ে বিশাল সেলিব্রেশনের পরিকল্পনা রয়েছে মেন ইন ব্লু’র। জানা গেছে, প্রাতরাশ সেরে মুম্বাই উড়ে যাবেন। মুম্বই বিমানবন্দর থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে যাবেন বিরাট কোহলিরা। এই পথের শেষ এক কিলোমিটার হুড খোলা বাসে রোড শো করবেন। ট্রফি হাতে ভিকট্রি শো করবেন এই বাসযাত্রায়।