গঙ্গার তলা দিয়ে ছুটল মেট্রো! ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী কলকাতা। এম ভারত নিউজ

Mbharatuser

মাত্র আধঘণ্টায় মহাকরণ থেকে হাওড়া ময়দান পৌঁছে গেল মেট্রোর একটি রেক…

0 0
Read Time:2 Minute, 59 Second

অপেক্ষার দিন গোনা শেষ। সফলভাবে গঙ্গার তলা দিয়ে ছুটল মেট্রো। মাত্র আধঘণ্টায় মহাকরণ থেকে হাওড়া ময়দান পৌঁছে গেল মেট্রোর একটি রেক। বুধবার বেলা ১২টা নাগাদ ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। বহু বাধা বিঘ্ন পার করে অবশেষে সফলভাবে রেকটি পৌঁছে গেল হাওড়া ময়দানে। এরপর শুরু হবে ট্রায়াল রান। বউবাজার বিপর্যয়ের পর কিছুটা শ্লথ হয়েছিল কাজের গতি। আশা-আশঙ্কার দোলাচলের মধ্যেই এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ এসপ্ল্যানেড থেকে মহাকরণের উদ্দেশে রওনা দেয় মেট্রোর একটি রেক। ১১টা ৪০ মিনিট নাগাদ মেট্রোর রেকটি মহাকরণ থেকে রওনা দেয়। বিদ্যুতের মাধ্যমে চালানো হয় ট্রেনটি। কোনও রকম বাধাবিঘ্ন ছাড়াই মেট্রোটি পৌঁছে যায় হাওড়া ময়দানে।

দেশে প্রথম নদীর তলা দিয়ে মেট্রো যাবে শহর কলকাতায়। এর আগে দেশের কোনও রাজ্যে নদীপথে মেট্রো যায়নি। গঙ্গার রিভার বেস থেকে ১৩ মিটার নীচে তৈরি হয়েছে এই টানেল। কোথাও কোথাও গভীরতা ১৫ মিটার। হাওড়া ময়দান থেকে শুরু করে সুড়ঙ্গ পথে গঙ্গার তলা দিয়ে গিয়ে সল্টলেক সেক্টর ফাইভ। বহু বছর ধরেই কলকাতায় ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের কাজ চলছে। কিন্তু কবে সেই কাজ শেষ হবে? কবে গঙ্গার তলা দিয়ে মেট্রো যাত্রার আনন্দ উপভোগ করতে পারবেন যাত্রীরা? সে বিষয়ে কোনও তথ্য মেলেনি।

প্রসঙ্গত, রবিবারের দুপুরে গঙ্গার তলা দিয়ে মেট্রো ছোটানোর কথা ছিল। এসপ্ল‌্যানেডে এসেই সফর থেমে যায়। তবে কোনও বিপত্তি ছাড়াই বউবাজারের মাটির তলার অংশ পার করেছিল দুটি রেক। ব‌্যাটারিচালিত গাড়ি দিয়ে ঠেলে রেক দুটিকে শিয়ালদহ থেকে এসপ্ল‌্যানেডে নিয়ে আসা হয়েছিল। এবার হাওড়া ময়দানে পৌঁছে গেল মেট্রোটি। এরপর শুরু হবে ট্রায়াল রান।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

উত্তরে শুভেন্দু, দক্ষিণে অভিষেক! দুই নেতার হুঙ্কারে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। এম ভারত নিউজ

এদিকে, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের সভা থেকে অভিষেককে পাল্টা জবাব দিয়েছেন শুভেন্দু.....

Subscribe US Now

error: Content Protected