বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন নিয়ে এবার কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী । স্পোর্টস এসোসিয়েশন অফ ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া এই মাঠের বর্তমান অবস্থা বেজায় বেগতিক। গোটা মাঠ আগাছা স্তুপে পরিণত হয়েছে। তাতে বিন্দুমাত্র হেলদোল নেই কেন্দ্র সরকারের। তবে বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনের এই অবস্থা রাজ্যের ক্রীড়াবিদদের জন্য যথেষ্টই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে বলেই মনে করছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী। ছেলেমেয়েদের প্রশিক্ষণ দেওয়া তো দূরের কথা ,সামান্য মাঠের পরিচর্যাও করা হয় না। চারিপাশে গাছগাছরায় ভরে গিয়েছে মাঠ। যদিও এই বিষয়ে উল্টো প্রতিক্রিয়া দিয়েছে কেন্দ্র সরকার। জানানো হয়েছে বর্তমানে বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন একটি কোভিড হাসপাতাল। সেক্ষেত্রে মাঠের পরিচর্যার দিকে নজর দেওয়ার প্রশ্ন উঠছে না।

প্রসঙ্গত উল্লেখ্য, করোনাকালীন কঠিন পরিস্থিতিতে, দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতায় ভেঙ্গে পড়েছিল পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামো। অক্সিজেন এবং বেডের সমস্যায় মৃত্যু হয়েছে বহু মানুষের । আর সেই কারণেই বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনকে অস্থায়ী কোভিড হাসপাতালে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। ফলে বর্তমানে এই ক্রীড়াঙ্গনে প্রশিক্ষণরত ছাত্র-ছাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে।যা নিয়ে আজ ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী।