নিজস্ব প্রতিনিধি, হাওড়া : মন্ত্রিত্ব ছেড়েছেন। কিন্তু এখনও বিধায়ক পদে রয়েছেন। তবুও হাওড়ার ঘুসুড়িতে নতুন স্টেডিয়াম উদ্বোধনে আমন্ত্রণ পেলেন না লক্ষ্মীরতন শুক্ল। বেশ কিছুদিন আগে ক্রীড়া মন্ত্রীর পদ থেকে ইস্তফা ছেড়েছেন। তবে সেদিনই স্পষ্ট করেছিলেন, মন্ত্রিত্ব ছাড়লেও কোনও দলে তিনি যোগ দিচ্ছেন না। তাই তৃণমূলের বিধায়ক পদ আজও ছাড়েননি। তা সত্ত্বেও নতুন স্টেডিয়াম উদ্বোধনে কেন আমন্ত্রণ পেলেন না সে নিয়েই উঠছে প্রশ্ন।

মঙ্গলবার উত্তর হাওড়ার ঘুসুড়িতে নবনির্মিত ফুটবল স্টেডিয়ামের উদ্বোধন হয়ে গেল। কয়েক কোটি টাকা ব্যয়ে এই স্টেডিয়াম তৈরি করেছে রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তর। ২০১৮ তে শুরু হয়েছিল এই স্টেডিয়াম নির্মাণের কাজ। নব নির্মিত স্টেডিয়ামটি ১০ হাজার দর্শক আসন, ক্লাব হাউস ও আধুনিক মানের প্রেস কর্নার সহ ছয়টি গেট রয়েছে।
এদিন এই স্টেডিয়ামের উদ্বোধন করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়।
কিন্তু উত্তর হাওড়ার বিধায়ক লক্ষীরতন শুক্লর অনুপস্থিতিতে শুরু হয়েছে বির্তক। লক্ষীর ঘনিষ্ঠমহল সূত্রে দাবি, আমন্ত্রণপত্র পাননি তিনি। অন্যদিকে, বিধায়কের অনুপস্থিতি প্রসঙ্গে অরূপ রায়ের সাফাই, “আমিই অতিথি। আমাকেই আমন্ত্রণ জানানো হয়েছে উদ্যোগক্তাদের তরফে আমি কী করে বলব এই বিষয়ে। উদ্যোগতারা কাকে আমন্ত্রণ জানিয়েছে আমার জানা নেই। তবে লক্ষীকে অবশ্যই আমন্ত্রণ জানানো উচিত ছিল বলে মেনে নেন তিনি। একইসঙ্গে কেন বিধায়ককে আমন্ত্রণ জানানো হল সে বিষয়টিও খোঁজ খবর নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী।