
মারাদোনার দেশ বিশ্বকাপ পেল ৩৬ বছর পর আরও একবার। চারিদিকে জয়জয়কার মেসির। বিশ্বকাপের শুরুর দিকে একটু পিছলে গেলেও পরে নিজেদের ফর্মে ফিরে আসে আর্জেন্টিনা। প্রথমে খেলা ড্র হওয়ায় পরে পেনাল্টি শুটআউটে ৪-২ গোলে হারিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন হল আর্জেন্তিনা। তবে মেসির কাছে এটাই তাঁর শেষ গোল ছিল বিশ্বকাপে। এবার বিশ্বকাপ থেকে বিরতি নেওয়ার পালা ফুটবলের যাদুকরের।

গতকাল রাত থেকেই শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দেওয়া হচ্ছে আর্জেন্টিনাকে। আমাদের প্রধানমন্ত্রীও শুভেচ্ছা জানিয়েছেন বিজয়ীদের। এদিন নরেন্দ্র মোদী মোদী টুইট করে বলেন, ‘ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচ হিসেবে এই খেলা চিরস্মরণীয় হয়ে থাকবে। আর্জেন্টিনা গোটা টুর্নামেন্ট জুরে দারুন খেলেছে। বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আর্জেন্তিনাকে অভিনন্দন জানাচ্ছি। আর্জেন্টিনা এবং মেসির দুর্দান্ত জয়ের পর লক্ষ লক্ষ ভারতীয় ভক্ত আজ আনন্দে উচ্ছ্বসিত।‘

পাশাপাশি ফ্রান্সকেও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁকে ট্যাগ করে একটি টুইট করে লিখেছেন, ‘ফিফা বিশ্বকাপে ফ্রান্সের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য অভিনন্দন জানাই। তারাও তাদের দক্ষতা ও উদ্দমতা দেখিয়ে ফাইনালে উঠেছে এবং ফুটবল প্রেমীদের আনন্দ দিয়েছে। ফ্রান্স লড়াকু ম্যাচ খেলেছে যেটা গোটা দুনিয়া দেখেছে।’
আরও পড়ুন