জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক ইতিবাচক হলেও কর্মবিরতি প্রত্যাহার প্রসঙ্গে এখনও কোনও সিদ্ধান্ত ঘোষণা করলেন না জুনিয়র চিকিৎসকরা।
সোমবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী-জুনিয়র ডাক্তারদের বহু প্রতীক্ষিত আলোচনা শুরু হয়। আর জি কর মেডিক্যাল কলেজে তরুনী চিকিৎসক খুন ধর্ষণের বিচার চেয়ে ৯ আগষ্ট থেকে একটানা কর্মবিরতিতে আছেন প্রতিবাদী চিকিৎসকরা। সুপ্রিমকোর্টের নির্দেশে বারবার রাজ্য আন্দোলনকারীদের বৈঠক প্রচেষ্টা ভেস্তে গেলেও। এ দিন তা সম্পন্ন হয়। গোটা রাজ্য-সহ দেশের দৃষ্টি ছিল এ দিনের এই মিটিং-এ। অবশেষে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানালেন, ৯৯ শতাংশ দাবি মানা হয়েছে। পাশাপাশি তিনি কর্মবিরতি প্রত্যাহারের আবেদন করেন।
জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য ভবনের ধর্নাস্থলে ফিরে এসে সাংবাদিক সম্মেলনে করেন। সেই সম্মেলনে তাদের পক্ষ থেকে দেবাশিস হালদার জানান প্রতিশ্রুতি কার্যকর না হওয়া পর্যন্ত তারা কোনও সিদ্ধান্ত নিচ্ছেন না বলেই জানিয়েছেন। তিনি বলেন, “আন্দোলনকারীদের কাছে নতস্বীকার করল রাজ্য সরকার। ৩৮ দিন পর আমাদের জয়। এই জয় সাধারণ মানুষ, চিকিৎসক, নার্স সকলের। সবাই মিলে পাশে না থাকলে এই জয় সম্ভব ছিল না। আমাদের পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ।” তিনি আরও বলেন, “আশ্বাস বাস্তবায়িত না হওয়া পর্যন্ত ধর্না বিক্ষোভ নিয়ে কোনও সিদ্ধান্ত নেব না। সুপ্রিম কোর্টের শুনানির পর আমরা আলোচনায় বসে সিদ্ধান্ত নেব। ”