দেশজুড়ে করোনা সংক্রমণের ঢেউ আছড়ে পড়েছে| মহারাষ্ট্রে প্রতিদিনই হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মুম্বাইয়েও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।মুম্বাই পুর প্রশাসন জানিয়ে দিয়েছে, রোগীর চাপ সামলাতে এ বার পাঁচতারা ও চারতারা হোটেলগুলিকে ব্যবহার করা হবে|প্রশাসনের তরফ থেকে সামান্য উপসর্গের করোনা আক্রান্তদের জন্য এই হোটেলগুলিতে চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে । হাসপাতালে ভর্তি যে সমস্ত করোনা আক্রান্তের অক্সিজেন-সহ জরুরি সাহায্যের কোনও প্রয়োজন নেই, তাঁদের হোটেলে স্থানান্তরিত করা হতে পারে বলেও জানিয়েছে প্রশাসন। যাঁদের একান্তই হাসপাতালে থেকে চিকিৎসার প্রয়োজন তাঁদের জন্য যাতে শয্যা খালি থাকে সেই বিষয়টি নিশ্চিত করতেই এই ব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। মহারাষ্ট্র সরকারের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জারি করা একটি নির্দেশিকায় বলা হয়েছে, ‘হাসপাতালের অনকে শয্যায় এমন আক্রান্তরা আছেন, যাঁদের জরুরি চিকিৎসার তেমন প্রয়োজন নেই। তাঁদের চিকিৎসার জন্যই আলাদা করে পাঁচতারা হোটেলে নিভৃতবাসের ব্যবস্থা করার কথা ভেবেছে প্রশাসন’।
বেসরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা এই সমস্ত হোটেলগুলি পরিচালনার দায়িত্বে থাকবেন। প্রশাসন জানিয়েছে, এই প্রক্রিয়ায় অংশ নিতে মুম্বই বিমানবন্দরের কাছের কয়েকটি হোটেল ইতিমধ্যেই এগিয়ে এসেছে। সেখানে তৈরি করা হচ্ছে পরিকাঠামো। শেষ আপডেট অনুযায়ী ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৯৫২ জন। মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩৫ লক্ষ ৭৮ হাজার। রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ১৩ হাজার ৬৩৫ জন। বিপুল সংখ্যক রোগীর চাপ সামলাতেই রীতিমতো হিমশিম খাচ্ছে প্রশাসন, তাই এ ধরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে।