পাল্টে যাচ্ছে ‘পুরী’র নাম, জানুন তালিকায় রয়েছে কোন কোন নাম । এম ভারত নিউজ

admin
0 0
Read Time:2 Minute, 12 Second

জগন্নাথ দেবের ধাম পুরী । সময় পেলেই কেউ যান জগন্নাথ দেবের দর্শন করতে আবার কেউ চলে যান বেড়াতে। এবার দাবি উঠল এই পুরীর নাম পাল্টানোর। আর তা নিয়েই ওড়িশার রাজনৈতিক ও আধ্যাত্মিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিজেপি একের পর এক ধর্মীয় ও ঐতিহাসিক স্থানের নাম বদল করে চলেছে । এবার পুরীর নাম বদলের প্রসঙ্গ উঠতেই দেশের বিভিন্ন প্রান্তে প্রকাশ্য সমালোচনা শুরু হয়েছে ।

পুরীর নাম বদলানোর কোনও প্রয়োজন নেই বলেই উল্লেখ করছেন পুরীর গোবর্ধন মঠের শংকরাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী। কারণ সারা বিশ্বে জগন্নাথ দেবের ধাম মানেই ‘পুরী’। দ্বারকা পুরী , মথুরা পুরী বা অযোধ্যা পুরীর মতো ধামের সঙ্গে পুরী শব্দটি এমনিতেই জড়িত। কারণ পুরী শব্দটি ব্যবহার করা হয় শুধুমাত্র জগন্নাথ দেবের ধামের ক্ষেত্রেই । স্বামী নিশ্চলানন্দ সরস্বতীর মতে, স্বয়ং জগন্নাথ দেবের মাহাত্ম্য জড়িয়ে রয়েছে পুরী নামটির সঙ্গে । সেটিই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

জানা গিয়েছে যে, ইতিমধ্যেই পুরীর নাম পাল্টানোর দাবি জানানো হয়েছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে । শ্রী জগন্নাথ মন্দির ম্যানেজমেন্ট কমিটির বৈঠকে প্রায় ৩০টি সংগঠন উপস্থিততে বিষয়টি তোলা হয়েছিল। এরই মধ্যে অনেক নামের প্রস্তাব দেওয়া হয়েছে যার মধ্যে সবচেয়ে বেশি দাবি জানানো হয় জগন্নাথ ধাম পুরী এবং জগন্নাথ পুরী নাম দু’টি প্রসঙ্গে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

নয়া সাফল্য ভারতের প্রধানমন্ত্রীর। এম ভারত নিউজ

নয়া সাফল্য ভারতের প্রধানমন্ত্রীর। বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতার খেতাব অর্জন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা যাচ্ছে বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতার এই খেতাব অর্জন করতে মোট ৭০% সমর্থন পেয়েছেন নরেন্দ্র মোদি। সেদিক থেকে দেখতে গেলে বাইডেন ,বরিস জনসন, অ্যাঞ্জেলা মার্কেল, পিছিয়ে পড়েছেন অনেকটাই। এমনকি পেছনে রয়েছেন ইমানুয়েল ম্যাক্রো থেকে শুরু করে বলসোনারও […]

Subscribe US Now

error: Content Protected