“নন্দীগ্রাম আন্দোলন ছিল মানুষের, কোনও দল বা ব্যক্তির নয়” মন্তব্য শুভেন্দুর। এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 59 Second

নন্দীগ্রাম আন্দোলন নিয়ে ফের একবার নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। ‘নন্দীগ্রাম আন্দোলন কোনও দল বা ব্যক্তির ছিল না আন্দোলন ছিল মানুষের, মানুষই জয়ী হয়েছে।’ ফের মনে করিয়ে দেন, শুভেন্দু বলেন, ‘যারা আমার বিরুদ্ধে চক্রান্ত করছেন শুনে রাখুন, শুভেন্দু অধিকারী কোনও পদের লোভ করে না। আমি মন্ত্রিত্ব ছাড়ার পরও লোক আমার সভায় আসে। এই সব লোক তৃণমূল, বিজেপি, সিপিএম আনেনি।’

শুভেন্দু জানিয়ে দেন, বাংলা-বাঙালি তাঁর পরিবার। বলেন, ‘আমার পরিবার ১-২ জনের ছোট পরিবার নয়। আমার পরিবার বাংলা-বাঙালির পরিবার।’ ‘ব্যক্তি আক্রমণে আমি বিশ্বাস করি না। যাঁরা ব্যক্তি আক্রমণ করছেন মানুষ বোতাম টিপে চট ঘেরা বিশেষ জায়গায় জবাব দেবে। হলদিয়া বন্দরের নাম সতীশ সামন্তর নামে করা হোক বলেও দাবি তোলেন শুভেন্দু। বলেন, সতীশ সামন্তর আরাধ্য দেবী ছিল ভারত মাতার।

১৯৪৪ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত সফলভাবে কাজ করেছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার। স্বাধীনতার পর ৫ বার নির্বাচিত হন তমলুক লোকসভা কেন্দ্র থেকে। শুভেন্দু বলেন, ‘তৎকালীন প্রধানমন্ত্রী সতীশবাবুকে বহিরাগত ভাবতেন না। এটাই ভারত, বিবিধের মাঝে দেখ মিলন মহান।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

শনিবারই বিজেপিতে যোগ দিতে পারেন শুভেন্দু । এম ভারত নিউজ

আসছে শনিবারই বিজেপিতে যোগ দিচ্ছেন শুভেন্দু । এতদিন মঞ্চ থেকে শুভেন্দুর নানা মন্তব্যের মাধ্যমে শুধুই রাজনৈতিক জল্পনা বাড়ছিল । টানা ২০ বছরের সম্পর্ক তৃণমূলের সঙ্গে শুভেন্দু অধিকারীর । সেই সম্পর্কে বেশ কয়েকদিন ধরেই আসতে আসতে চিড় ধরছিল । মনমালিন্যতা মিটিয়ে নেওয়ার চেষ্টা করলেও তার কোন ফল পাওয়া যায়নি । গত […]

Subscribe US Now

error: Content Protected