অক্সিজেনের ঘাটতি মেটাতে নয়া প্রচেষ্টা নৌসেনার । এম ভারত নিউজ

user
0 0
Read Time:3 Minute, 20 Second

দেশের করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে অক্সিজেনের ঘাটতি মেটাতে এবার এগিয়ে এল ভারতীয় নৌসেনা। সমুদ্র সেতু-২ অপারেশন নামে একটি অপারেশনে নেমে ভারতের অক্সিজেনের ঘাটতি পূরণ করার চেষ্টা করছে ভারতীয় নৌ সেনা। মূলত দেশের এই করোনার দ্বিতীয় দাবদাহে প্রায় প্রতিটি হাসপাতালে অক্সিজেন এবং বেডের ঘাটতি দেখা গেছে। দেশে অক্সিজেনের ঘাটতি পূরণ করতে বিদেশ থেকে মেডিকেল অক্সিজেন আনতে ভারতীয় নৌবাহিনী সমুদ্র সেতু -২ অপারেশন শুরু করেছে। ইতিমধ্যেই সমস্ত রকমের প্রস্তুতি সেরে ফেলেছে নৌসেনা। বর্তমানে দেশের এই কঠিন পরিস্থিতিতে সমস্ত ডাক্তারেরা এবং স্বাস্থ্যকর্মীরা নিজেদের পরিবার পরিজন, নাওয়া-খাওয়া ভুলে প্রতিনিয়ত সেবা করে চলেছেন সাধারণ মানুষের। ভারতের এই কঠিন সময়ে ইতিমধ্যেই পাশে দাঁড়াবার জন্য এগিয়ে এসেছে বহু দেশ।

ভারতীয় নৌবাহিনী সমুদ্র সেতু -২ অপারেশনের ক্ষেত্রে নৌ সেনা মুখপাত্র তরফের টুইট করে জানানো হয়েছে“দেশের ক্রমবর্ধমান করোনা পরিস্থিতিতে অক্সিজেন ও অন্যান্য মেডিকেল পণ্যের চাহিদা মেটাতে ভারতীয় নৌবাহিনী অপারেশন সমুদ্র সেতু-২ চালু করেছে। এই মিশনের ফলে ভারতীয় যুদ্ধ জাহাজগুলি বিদেশ থেকে ক্রায়োজেনিক পাত্রে তরল মেডিকেল অক্সিজেন সরবরাহ করবে। ”আইএনএস কলকাতা এবং আইএনএস তালোয়ার নামক দুটি যুদ্ধজাহাজকে এই কাজে নিযুক্ত করা হয়েছে ইতিমধ্যেই। ঠিক এমনটাই জানানো হয়েছে নৌসেনা তরফ থেকে।

নৌসেনা তরফে জানানো হয়েছে ইতিমধ্যেই গত ৩০ এপ্রিল বাহারিনের মানামা বন্দরে জাহাজগুলি পৌঁছেছে, আইএনএস কলকাতা যুদ্ধ জাহাজটি মেডিকেল অক্সিজেন নেওয়ার জন্য কাতারের দোহায় পৌঁছে গিয়েছে। পাশাপাশি ৪০ মেট্রিকটন তরল মেডিকেল অক্সিজেন নিয়ে ইতিমধ্যেই দেশে ফিরেছে তলোয়ার নামক নৌ জাহাজ টি। শুধু এই নয় ভারতের আরও বেশ কয়েকটি নৌজাহাজ পৌঁছে গেছে বিভিন্ন দেশে। যেখান থেকে তরল অক্সিজেন সংগ্রহ করে দেশের অক্সিজেনের ঘাটতি পূরণের চিন্তাভাবনা করা হয়েছে । পাশাপাশি ভারতের এই কঠিন পরিস্থিতিতে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে জার্মানি, চীনআমেরিকা, ভুটান-বাংলাদেশ প্রভৃতি দেশগুলি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

হাই ভোল্টেজ নন্দীগ্রামে ফল প্রকাশের পর পুনর্গণনার দাবি টিএমসির । এম ভারত নিউজ

হাইভোল্টেজ নন্দীগ্রামে ফল প্রকাশের পর ইভিএম কারচুপির অভিযোগ নিয়ে পুনর্গঠন দাবি জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেস । কিন্তু সেই আবেদন সম্পূর্ণভাবে খারিজ করে দেওয়া হয় রিটার্নিং অফিসারের তরফ থেকে । ইতিমধ্যেই পুনর্গঠননা চেয়ে মুখ্য নির্বাচন আধিকারিককে চিঠি দেওয়া হয়েছে তৃণমূলের তরফ থেকে। জানানো হয়েছে বিনা কারণে রিটার্নিং অফিসার অসম্মতি জানিয়েছেন পুনর্গণনাতে ,যদিও […]

Subscribe US Now

error: Content Protected