শপথ গ্রহণ পাঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রীর । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 17 Second

ইতিমধ্যেই শপথ গ্রহণ করলেন পাঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রী। পাঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রী হলেন চরণজিৎ সিং চান্নি। জানা যাচ্ছে ,পাঞ্জাবের রাজনীতিতে এই প্রথমবার, কোন দলিত শিখ মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন। ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের পদত্যাগের পরেই মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে চরণজিৎ সিং চান্নিকে। জানা যায়, ৫৮ বছর বয়সী এই নেতা আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করেছেন। এছাড়াও মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন ওপি সোনি এবং সুখজিন্দার রানধাওয়া। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও তিনবার বিধায়ক হিসেবে মনোনীত হয়েছিলেন চরণজিৎ সিং।

প্রসঙ্গত উল্লেখ্য, পাঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি আজ দুপুর ১২:৩০ মিনিটে পাঞ্জাব ভবনে গণমাধ্যমের উদ্দেশে বক্তব্য রাখবেন।পাঞ্জাবের রাজ্যপাল বানওয়ারিলাল পুরোহিত কংগ্রেস নেতা সুখজিন্দর এস রন্ধাওয়াকে শপথবাক্য পাঠ করান। তিনি মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ইতিমধ্যেই। করোনাকালীন কঠিন পরিস্থিতির মাঝে শপথবাক্য অনুষ্ঠান অনুষ্ঠিত করার কারণে খুব অল্প সদস্যদের আহ্বান জানানো হয়েছিল আজ। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রীর পদত্যাগের পরই তড়িঘড়ি নয়া মুখ্যমন্ত্রী বেছে নিতে বৈঠক ডাকা হয়েছিল কংগ্রেসের তরফে। আর সেখানেই সর্বসম্মতিক্রমে এই নয়া মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

চরম হেনস্থার শিকার পূর্ব মেদিনীপুরের কংগ্রেস জেলা সভাপতি । এম ভারত নিউজ

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের কংগ্রেসের দলীয় বৈঠকে হেনস্তার শিকার হতে হল জেলা কংগ্রেসের সভাপতিকে। জানা যায় আজ এই বৈঠকে জেলা সভাপতিসহ বাকি নেতৃত্বদের গায়ে কালি ছিটিয়ে হেনস্থা করা হয় তাদের। স্থানীয় সূত্রে খবর, পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের ব্লক সভাপতি সামির হোসেনের বিরুদ্ধে দল বিরোধী কার্যকলাপ সহ একাধিক অভিযোগ […]

You May Like

Subscribe US Now

error: Content Protected