করোনা আক্রান্ত অনাথদের নিয়ে নয়া সিদ্ধান্ত নিল স্বাস্থ্য ভবন। রাজ্যে দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ নিম্নগামী হতে না হতেই, চিন্তার ভাঁজ কপালে ফেলছে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। স্বাস্থ্য দপ্তরের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানতে পারা গিয়েছিল ,করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত হতে পারে শিশুরাও। আর সেই কারণেই ঝুঁকি নিতে চায় না স্বাস্থ্য মন্ত্রক। রাজ্যে অনাথ শিশুর সংখ্যা বিবেচনা করেই এবার তড়িঘড়ি সিদ্ধান্ত নিল স্বাস্থ্য ভবন। জানানো যাচ্ছে অনাথ শিশুরা করোনা আক্রান্ত হলে ,তাঁদের দায়িত্ব নেবেন করোনার যোদ্ধারাই। মূলত যেকোনো কারনেই পারিবারিক সদস্য ছাড়া থাকেন ,এমন যে কোন ব্যক্তি করোনা আক্রান্ত হলে সেক্ষেত্রে সমস্ত দায়িত্ব নিতে হবে কোভিড ওয়ারিয়রদের। জানা যাচ্ছে হাসপাতালে চিকিৎসারত এমন যে কোনো অনাথ ব্যক্তির চিকিৎসায় বিশেষ যত্নের কথা জানিয়েছেন স্বাস্থ্য ভবনের আধিকারিকরা।

রাজ্যে বর্তমানে করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউয়ের রেশ বেশ কিছুটা কমলেও, ঘাড়ের কাছে এসে নিঃশ্বাস ফেলছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট । আর সেই কারণেই আরও একবার সমস্ত প্রশিক্ষণ গুলিকে ঝালিয়ে নিতে তৎপর হল স্বাস্থ্যমন্ত্রক। রাজ্যের সমস্ত সরকারি-বেসরকারি হাসপাতালের এবং প্রাইভেট প্র্যাকটিস করছেন এমন চিকিৎসকদেরও অনলাইনের মাধ্যমে প্রশিক্ষণ গুলি দেওয়া হতে চলেছে আরও একবার । জানা যাচ্ছে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালগুলির প্রফেসরদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে এই প্রশিক্ষণের । পাশাপাশি এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদেরও। বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহের বিষয়ে বিশেষ জোর দিয়েই আগামীদিনের চিকিৎসার কথা ভাবছে স্বাস্থ্যমন্ত্রক।