আগামীকাল দেশের ৭৫তম স্বাধীনতা দিবস পালিত হতে চলেছে। তবে আজকের দিনের ঐতিহাসিক গুরুত্বও কম নয়। আজকের দিনেই মূলত দেশভাগের ঘটনার ভয়াবহ রূপ দেখেছিল দুই দেশের জনগণ। এই প্রসঙ্গে একটি টুইটের মাধ্যমে প্রধানমন্ত্রী জানান , দেশভাগের যন্ত্রণা কখনও ভোলার নয়। আর এই দিবসটিকে স্মরণ করার উদ্দেশ্যে প্রতি বছর ১৪ ই আগস্ট পালিত হবে দেশভাগ দিবস।ঐদিন আমাদের লক্ষ লক্ষ ভাই-বোন অর্থহীন বিদ্বেষ ও হিংসায় আশ্রয়চ্যূত হয়েছেন, প্রাণ হারিয়েছেন।
প্রসঙ্গত উল্লেখ্য ১৯৪৭ সালের ১৪ ই আগস্ট এই দুই দেশকে পৃথক রাষ্ট্র ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয় ।১৪ ই আগস্ট পাকিস্তানকে এবং ১৫ ই আগস্ট ভারতকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের প্রায় কয়েক লক্ষ মানুষ নিজেদের প্রাক্তন ভিটেবাড়ি ছেড়ে নতুন ঠিকানায় উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কেউ হারিয়েছেন নিজেদের প্রিয় মানুষকে। কেউ কেউ রিফিউজি সেন্টারে দিনের পর দিন দিন কাটিয়েছেন। আর সেই ঐতিহাসিক দিনটিকে চির স্মরণীয় করে রাখতে এই সিদ্ধান্ত নিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।