Read Time:1 Minute, 21 Second

প্রকাশ পেল ইস্টবেঙ্গল ক্লাবের নয়া লোগো। নতুন লোগোতে ইস্টবেঙ্গলের ঐতিহ্য মেনে রইল মশাল। লাল-হলুদ রংও পাল্টানো হয়নি। যদিও এখন থেকে শুধু ইস্টবেঙ্গল নয়, আইএসএলে নথিভুক্ত হল এসসি ইস্টবেঙ্গল। সেই নামই দেখা যাচ্ছে লোগোতে।
শনিবার সকাল ১১টা নাগাদ ইস্টবেঙ্গলের সরকারি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় এই লোগো। এদিন সকালে শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেনশনের তরফে জানানো হয়, তারা খুব খুশি মনে ঘোষণা করছে যে চলতি আইএসএলে তারা ‘এসসি ইস্টবেঙ্গল’ নামেই খেলবে। ইতিমধ্যেই গোয়া পৌঁছে গিয়েছেন লাল-হলুদের নতুন কোচ লিভারপুল কিংবদন্তি রবি ফাওলার। সঙ্গে এসে গিয়েছেন সাপোর্ট স্টাফরাও। ভারতীয় ফুটবলাররাও কালই চলে গিয়েছেন গোয়াতে। সেখানেই এ বারের ১১ দল নিয়ে হবে আইএসএল। এটিকে-মোহনবাগান ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিলেও, এসসি ইস্টবেঙ্গলকে আপাতত থাকতে হবে আইসোলেশনে।
