সামনেই বঙ্গভোট , আর তার আগেই তড়িঘড়ি রাজ্যের শ্রমদপ্তর এর প্রতিমন্ত্রী জাকির হোসেনের ওপর হামলার পেছনে কারা আছে তা জানতে চাই রাজ্য সরকার। ইতিমধ্যে ঘটনা তদন্ত টিম গঠন করেছে রাজ্য সরকার, যা চালনা করছেন এডিজি সিআইডি অনুজ শর্মা। ২০২১ সালের ১৭ ই ফেব্রুয়ারি রাত ৯ টা ৪৫ মিনিট নাগাদ মুর্শিদাবাদের নিমতিতা স্টেশন এর দুই নম্বর প্লাটফর্মে মন্ত্রীর ওপর হামলা চালায় অজ্ঞাতপরিচয় দুস্কৃতীরা। এই হামলার ফলে গুরুতরভাবে জখম হন জাকির হোসেন। সূত্রের খবর অনুসারে জানা গেছে চলতি সপ্তাহে ফরেনসিক রিপোর্ট হাতে আসতে পারে এবং সেই রিপোর্টে হস্তান্তর করা হলেই কাজ শুরু করবেন তারা।

এই ঘটনার ফলে বাঁ পা এবং ডান হাতে গুরুতর ভাবে চোট লাগে তার । পাশাপাশি আহত হন তার দেহরক্ষী। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের তরফ থেকে সিআইডিকে এই ঘটনার তদন্তভার দেওয়া হয়েছিলো। উচ্চক্ষমতা সম্পন্ন আইইডি ব্যবহার করা হয়েছিল। ব্যবহার করা হয়েছিল অ্যান্টি হ্যান্ডিং ডিভাইস, এমনটাই জানালেন ফরেনসিক বিশেষজ্ঞরা।