Read Time:1 Minute, 24 Second
অক্টোবরেই ভারতে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ এমনটাই আশঙ্কা করেছিলেন বিজ্ঞানী ও চিকিৎসকরা। সেই আশঙ্কাকেই সত্যি করে প্রতিদিন ক্রমাগত বেড়েই চলেছে কোভিড রোগীর সংখ্যা। শনিবার দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ছাড়ালো ৪ লক্ষ যা যথেষ্ট উদ্বেগের।
কিন্তু গত ২৪ ঘণ্টায় সামান্য কমেছে দৈনিক সংক্রমণ ও মৃতের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৩০ জনের এবং একদিনে সংক্রমিত হয়েছেন ৪২ হাজার ৬১৮ জন। কিন্তু আপাত চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে কেরাল। ওনাম উৎসবের পর থেকেই লাগামহীন ভাবে বেড়ে চলেছে সংক্রমন। একদিনেই সেখানে আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৩২২ জন, মৃত্যু হয়েছে শতাধিক। সামনেই বাঙালির সবথেকে বড়ো উৎসব দুর্গাপুজো এবং সেই সময় আশঙ্কা রয়েছে তৃতীয় ঢেউয়ের। চিন্তায় প্রহর গুনছেন চিকিৎসকরা।