আজ থেকে শুরু হল বিধানসভার শপথ গ্রহণ অনুষ্ঠান । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 57 Second

ইতিমধ্যেই সকাল ১১ টা থেকে শপথ বাক্য পঠের অনুষ্ঠান শুরু হয়েছে বিধানসভা ভবনে । আজই শপথ বাক্য পাঠ করবেন বিধানসভা নির্বাচন ২০২১ এর জয়ী প্রার্থীরা। আজ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে বিধানসভার নৌসর আলি কক্ষে। শপথগ্রহণের জন্য গতকাল রাজভবনে শপথ গ্রহণের জন্য উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচন ২০২১ এর ফল প্রকাশের পরই জয়লাভ করে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন তিনি। করোনা পরিস্থিতির কারণে কাল কেবলমাত্র তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান সম্ভব হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য গতকাল মুখ্যমন্ত্রীর পর রাজ্যপাল জগদীপ ধনখড় প্রোটেম স্পিকার হিসেবে শপথগ্রহণ করান বালিগঞ্জের বিধায়ককে এবং ওই একই পরিস্থিতির কথা মাথায় রেখে আজ ধাপে ধাপে শপথ গ্রহণ করানো হবে জয়ী প্রার্থীদের।প্রথম পর্যায় শপথ গ্রহণ হবে ১১ টা থেকে ১ টা পর্যন্ত । দ্বিতীয় দফায় শপথ গ্রহণ হবে বেলা ২ টো থেকে ৪ টা পর্যন্ত । আজ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন, বেশিরভাগ তারকা প্রার্থীরা। শপথ গ্রহণ করাবেন প্রোটেম স্পিকার সুব্রত মুখোপাধ্যায়।

বৃহস্পতি এবং শুক্রবার দুটি করে ধাপে সম্পন্ন হতে চলেছে এই শপথ গ্রহণ অনুষ্ঠান। আজ প্রথম ভাগে শপথ গ্রহণ করবেন ৭৪ জন এবং দ্বিতীয় ভাগে ৬৯ জন ঠিক তেমনি আগামীকাল প্রথমভাগে ৭৪ জন এবং দ্বিতীয়ভাগে আরও ৭৪ জন সদস্য শপথ নেবেন। সব মিলিয়ে মোট ২৯১ জন বিধায়ক শপথ গ্রহণ করতে চলেছেন।তবে বর্তমানে যে সমস্ত বিধায়করা করোনা আক্রান্ত হয়েছেন তাঁরা পরবর্তীতে শপথগ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আজকের অনুষ্ঠানে তারকা প্রার্থীদের মধ্যে যে সমস্ত তারকার উপস্থিত থাকতে চলেছেন তাঁরা হলেন , রাজচক্রবর্তী, অদিতি মুন্সি, চিরঞ্জিত চক্রবর্তী, লাভলি মৈত্র, মনোজ তিওয়ারি, বিদেস বসু, কাঞ্চন মল্লিক, সোহম চক্রবর্তী, জুন মালিয়া এবং বীরবাহা হাঁসদা। এমনকি বিরোধীদলের হিরণ্ময় চট্টোপাধ্যায়, অশোক দিন্দাও উপস্থিত থাকবেন আজকের শপথগ্রহণ অনুষ্ঠানে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

করোনা সেফ হোমে রূপান্তরিত হতে চলেছে সিউড়ির ডিএসএ ইনডোর স্টেডিয়াম । এম ভারত নিউজ

নিজস্ব প্রতিনিধি, বীরভূম : করোনার কঠিন পরিস্থিতির মোকাবিলায় এবার বীরভূমের সিউড়ির ডিএসএ গ্রাউন্ডে থাকা ইনডোর স্টেডিয়ামকে করোনা সেফ হোম করার সিদ্ধান্ত নিল বীরভূম জেলা প্রশাসন। জানা যাচ্ছে আগামী ১০ তারিখ থেকেই এই সেফহোমে সুবিধা চালু করা হতে চলেছে। প্রথমে চল্লিশটি বেডের সংস্থান করা হবে সেখানে। পরবর্তীতে তা প্রয়োজনমতো বাড়ানো যেতে […]

Subscribe US Now

error: Content Protected