ভোট জনগণের নৈতিক অধিকার, তাই ভোট দিয়ে নিজ অধিকার প্রয়োগ করতে হবেই । সপ্তম দফার ভোটের দিন মুর্শিদাবাদের ওই বৃদ্ধ ভোট দিতে যান, ফিরে আসার পরেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। জানা গিয়েছে, মুর্শিদাবাদের ফরাক্কার ওই বৃদ্ধ অর্থাৎ শিশুপদ মন্ডল সোমবার সকালে ভোট দিতে গিয়েছিলেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটের লাইনে ভিড় বেড়ে যাওয়ার জন্যই তিনি সকালে ৫৬ নম্বর বুথে ভোট দিতে গিয়েছিলেন।
ভোট দিয়ে বাড়ি আসার পরেই অসুস্থ হয়ে পড়েন তিনি এবং কিছুক্ষণের মধ্যেই মৃত্যুও হয় তাঁর । বৃদ্ধের মৃত্যুতে স্বাভাবিক ভাবেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। কিন্তু ওই বৃদ্ধর মৃত্যুর কারণ কি তা স্পষ্ট হয়নি, তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে প্রচন্ড গরমের কারণেই এই মর্মান্তিক ঘটনা।
শিশুপদ মন্ডলের মৃত্যুতে তাঁর ছেলে রাজপতি মণ্ডল জানিয়েছেন, ‘তাঁর বাবার শারীরিক অবস্থা খুব একটা ভাল ছিল না বেশ কিছুদিন ধরেই। তা সত্ত্বেও এদিন ভোট দিতে গিয়েছিলেন তিনি। তবে এর পরিণতি এতটা মর্মান্তিক হবে তা কল্পনা করতে পারেনি পরিবার ।’ সুতরাং, ভোট দিতে গিয়ে মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার|