Read Time:1 Minute, 6 Second

প্রথম পরপর তিনটি বিস্ফোরণ। তারপরই ভয়াবহ আগুন গুজরাতের সুরাতের অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন প্ল্যান্টে। বৃহস্পতিবার ভোর ৩টে নাগাদ আগুন লাগে। আগুনের জেরে মুহুর্তের মধ্যে পার্শ্ববর্তী এলাকাগুলি কালো ধোঁয়ায় ভরে যায়। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করে দমকল বাহিনী। প্রাথমিক অনুমান ওএনজিসি প্ল্যান্টের ভেতর বিস্ফোরণের জেরেই এই অগ্নিকাণ্ড। তবে এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। এদিকে, বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ার পরই প্ল্যান্টের আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও নিয়ন্ত্রণে এসেছে আগুন।
