যোগের উদ্ভব ভারতে নয় নেপালে : কেপি ওলি । এম ভারত নিউজ

user
2 0
Read Time:2 Minute, 3 Second

আন্তর্জাতিক যোগ দিবসেই বিতর্কিত মন্তব্য নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির। ভারতের আগেই নেপালে যোগচর্চা শুরু হয় বলে দাবি জানান তিনি। তিনি বলেছেন, যোগের সৃষ্টি হয় নেপাল বা উত্তরাখণ্ডের আশে পাশে, ভারতে নয়। যোগের আবিষ্কার যখন হয় তখন ভারত নামে কোনো রাষ্ট্রই ছিল না ছিল শুধু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য। সোমবার আন্তর্জাতিক যোগ দিবসে দেশবাসীকে দেওয়া ভাষণে তাঁর এই বিতর্কিত মন্তব্য ও সেই নিয়ে এখন জল্পনা তুঙ্গে। যোগ প্রসঙ্গে এই ভাষণে অলি আরও বলেন, “যে মুনি ঋষিরা যোগ আবিষ্কার করে তাঁদের আমরা কোনোভাবেই সন্মান দিতে পারিনি, তাঁরাই আসলে প্রাপ্য সম্মানের যোগ্য, যোগের ওপর আমাদের দাবি ঠিকভাবে প্রতিষ্ঠা করতে আমরা ব্যর্থ হয়েছি।”

বিতর্কিত মন্তব্য ও ইতিহাস নিয়ে প্রশ্ন তোলা এই প্রথম নয় নেপাল প্রধানমন্ত্রীর। গত বছর জুলাইতেও রামজন্ম নিয়ে প্রশ্ন তুলে শোরগোল ফেলেছিল। তার মত ছিল রামজন্ম হয় নেপালের চিতওয়ান জেলার মাদী এলাকায়। এইবলে ভারতের ওপর তীব্র আক্রোশ প্রকাশ করেছিলেন তিনি। ২১ জুন আবারও শব্দবানে ভারতকে আক্রমণ করলো ওলি। তবে এই মর্মেই বলা উচিত, রাষ্ট্রপুঞ্জে মোদির প্রস্তাব গৃহীত হয় ২০১৪ সালে। তার পরের বছর থেকেই ২১ এ জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করা হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

নয়া স্ট্রেনের হদিশ দেশে, তবে কি আছড়ে পড়ল করোনার তৃতীয় ঢেউ ? । এম ভারত নিউজ

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সবে মাত্র কিছুটা সামলে উঠেছে ভারত। কিন্তু এরই মধ্যে আবারও চিন্তা বাড়াচ্ছে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। কিন্তু এবার উদ্বেগ বাড়িয়ে ভারতে হদিশ মিলল করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের। মহারাষ্ট্রে ২১ জনের শরীরে মিলেছে করোনার এই নতুন স্ট্রেন। একথা নিজেই জানিয়েছেন সেরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে।তিনি বলেন, “২১টি কেসের মধ্যে […]

Subscribe US Now

error: Content Protected