আন্তর্জাতিক যোগ দিবসেই বিতর্কিত মন্তব্য নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির। ভারতের আগেই নেপালে যোগচর্চা শুরু হয় বলে দাবি জানান তিনি। তিনি বলেছেন, যোগের সৃষ্টি হয় নেপাল বা উত্তরাখণ্ডের আশে পাশে, ভারতে নয়। যোগের আবিষ্কার যখন হয় তখন ভারত নামে কোনো রাষ্ট্রই ছিল না ছিল শুধু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য। সোমবার আন্তর্জাতিক যোগ দিবসে দেশবাসীকে দেওয়া ভাষণে তাঁর এই বিতর্কিত মন্তব্য ও সেই নিয়ে এখন জল্পনা তুঙ্গে। যোগ প্রসঙ্গে এই ভাষণে অলি আরও বলেন, “যে মুনি ঋষিরা যোগ আবিষ্কার করে তাঁদের আমরা কোনোভাবেই সন্মান দিতে পারিনি, তাঁরাই আসলে প্রাপ্য সম্মানের যোগ্য, যোগের ওপর আমাদের দাবি ঠিকভাবে প্রতিষ্ঠা করতে আমরা ব্যর্থ হয়েছি।”
বিতর্কিত মন্তব্য ও ইতিহাস নিয়ে প্রশ্ন তোলা এই প্রথম নয় নেপাল প্রধানমন্ত্রীর। গত বছর জুলাইতেও রামজন্ম নিয়ে প্রশ্ন তুলে শোরগোল ফেলেছিল। তার মত ছিল রামজন্ম হয় নেপালের চিতওয়ান জেলার মাদী এলাকায়। এইবলে ভারতের ওপর তীব্র আক্রোশ প্রকাশ করেছিলেন তিনি। ২১ জুন আবারও শব্দবানে ভারতকে আক্রমণ করলো ওলি। তবে এই মর্মেই বলা উচিত, রাষ্ট্রপুঞ্জে মোদির প্রস্তাব গৃহীত হয় ২০১৪ সালে। তার পরের বছর থেকেই ২১ এ জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করা হয়।