জল নিকাশি ব্যবস্থার দাবিতে সড়ক অবরোধ করলেন পুরুলিয়াবাসি । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 0 Second

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

জমা জলে অতিষ্ঠ প্রাণ । গোটা গ্রাম জুড়ে নেই কোন জল নিকাশি ব্যবস্থা। ফলে, প্রায় দিনেই রাস্তার উপর হাঁটু সমান জল দাঁড়িয়ে থাকে। যার ফলে নিত্যদিনই জমে থাকা জলে পা ডুবিয়ে রাস্তা পারাপার করতে হয় গ্রামবাসীকে। আর এবার এই অভিযোগ তুলে পুরুলিয়া মানবাজার ১নং ব্লকের বিশরী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোলকিডি গ্রামে মানবাজার -বান্দোয়ান সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ রাস্তার উপর বাঁশ ফেলে অবরোধ করেন গ্রামবাসীরা। এর ফলে রাস্তার দু’পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।গ্রামবাসীদের একাংশের অভিযোগ মানবাজার বান্দোয়ান,গোলকিডি গ্রামের কাছে রাস্তার উপর প্রায় দিনই জল জমে থাকে বর্ষাকালে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়। তাঁদের অভিযোগ এই বিষয়ে প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি।

এদিন সকাল থেকে গ্রামের পুরুষ ও মহিলারা রাস্তা অবরোধ করে নিকাশি নালার দাবিতে বিক্ষোভ দেখান। প্রায় দুঘন্টা ধরে অবরোধ চলে। পরে মানবাজার ১ নং ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক ও মানবাজার ১ নং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দিলীপ পাত্র গিয়ে জল নিকাশি ব্যবস্থার আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

নয়া উদ্যোগ রেলের, শুরু হল অপারেশন বক্স -২ । এম ভারত নিউজ

নিজস্ব প্রতিবেদন, পুরুলিয়া : আরপিএফ এবং বাণিজ্যিক বিভাগের উদ্যোগে নয়া অপারেশন চালু করা হল রেলের তরফে। মূলত ভারতীয় রেলওয়ে পরিচালিত বিশেষ অপারেশন “অপারেশন বক্স -২” এর অধীনে, আরপিএফ এবং বাণিজ্যিক বিভাগের যৌথ উদ্যোগে পার্সেল অফিস বরাভূমে একটি যৌথ তদন্ত অভিযান কর্মসুচি শুরু হল। সেক্ষেত্রে এই নয়া কর্মসূচিটি শুরু করা হয়েছে […]
state_420

Subscribe US Now

error: Content Protected