বিমান অবতরণে রেকর্ড গড়লেন পাইলট! দেখুন ভাইরাল ভিডিও। এম ভারত নিউজ

Mbharatuser

ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওটিতে দেখা যাচ্ছে চেপিলার বিমানটিকে বুর্জ আল আরবের 56 তম তলায়……..

0 0
Read Time:2 Minute, 58 Second

দুবাইয়ের বুর্জ আল আরব হোটেলে ২৭ মিটার চওড়া হেলিপ্যাডে বিমান অবতরণ করে বিশ্বের মধ্যে প্রথম স্টান্ট করলেন অ্যারোব্যাট লুক চেপিলা। তিনি একজন প্রাক্তন রেড বুল এয়ার রেস চ্যালেঞ্জার ক্লাস ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং একজন এয়ারবাস A320 ক্যাপ্টেন।

চেপিলা দুই বছর ধরে প্রস্তুতি নিচ্ছিলেন এই স্টান্টের জন্য। একটি বিমান উড়িয়ে হার্ট-স্টপিং স্টান্টটি করেছেন। মঙ্গলবার ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওটিতে দেখা যাচ্ছে চেপিলার বিমানটিকে বুর্জ আল আরবের 56 তম তলায় অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে ২১২ মিটার উঁচুতে হেলিপ্যাডে অবতরণ করছেন। তাকে ল্যান্ডিং করার আগে বলতে শোনা যায়, ‘হ্যাঁ বাবু, এটা আমাকে দাও,’, ফুল স্টপে যাওয়ার আগে প্রায় হেলিপ্যাড থেকে পিছলে যাচ্ছিল বিমানটি। চেপিয়েলা কিছু পরেই বলেন, ‘আমরা এটা তৈরি করেছি! আইকনিক বুর্জ আল আরবের হেলিপ্যাডে প্রথমবারের মতো বিমানের অবতরণ দেখুন’।

রেড বুল মোটরস্পোর্টস সংস্থাও এই ভিডিওটিও পোস্ট করেছে, এবং এটিকে “বিশ্ব প্রথম” বলে বর্ণনা করেছে। দুবাই মিডিয়াও বিমান এবং অবতরণের ছবিও প্রকাশ করেছে এবং বলেছে ‘চেপিলা প্রচেষ্টার আগে ৬৫০ টিরও বেশি অনুশীলন ল্যান্ডিং করেছে।’ যাইহোক, বুর্জ আল আরব হেলিপ্যাডে অবতরণ চেপিলার বাস্তব জীবনে প্রথম স্টান্ট প্রদর্শন।

রেড বুলের ওয়েবসাইটে চেপিলা বলেন, ‘কোন সুস্পষ্ট রেফারেন্স ছাড়া ২০০ মিটার উচ্চতায় অবতরণ করা, মাটিতে অবতরণ করার থেকে সম্পূর্ণ আলাদা।আমাকে আমার নিজের দক্ষতার উপর পুরোপুরি বিশ্বাস রাখতে হয়েছিল। হেলিপ্যাডে, ভুলের জন্য কোন জায়গা ছিল না’।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

আরও এক দুর্নীতির অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে! অভিযোগ শুভেন্দুর। এম ভারত নিউজ

শুধু তাই নয় চিঠির ছবি নিজের ট্যুইটারেও প্রকাশ করেন তিনি
politics_310

Subscribe US Now

error: Content Protected