রবিবারই সর্বদলীয় বৈঠকের ডাক প্রধানমন্ত্রীর । এম ভারত নিউজ

Mbharatuser

কয়েক দিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশে ভাষণে ঘোষণা করেছেন, তিনটি কৃষি আইন বাতিল করা হবে। কিন্তু,এখনও ইতি পড়েনি আন্দোলনে । এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছে কৃষকদের একটি অংশ । এরই মধ্যে আগামী রবিবার অর্থাৎ, ২৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদল বৈঠক ডাকলেন । রবিবার সকাল ১১ টায় তিনি বৈঠকে বসতে চাইছেন সব রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে।

0 0
Read Time:1 Minute, 54 Second

কয়েক দিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশে ভাষণে ঘোষণা করেছেন, তিনটি কৃষি আইন বাতিল করা হবে। কিন্তু,এখনও ইতি পড়েনি আন্দোলনে । এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছে কৃষকদের একটি অংশ । এরই মধ্যে আগামী রবিবার অর্থাৎ, ২৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদল বৈঠক ডাকলেন । রবিবার সকাল ১১ টায় তিনি বৈঠকে বসতে চাইছেন সব রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে।

প্রসঙ্গত উল্লেখ্য, আগামী সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন । আর ঠিক তার আগের দিনই প্রধানমন্ত্রীর ডাকা এই সর্বদল বৈঠককে রাজনৈতিক মহল বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে।মনে করা হচ্ছে তিনটি কৃষি আইনের বাতিলের প্রক্রিয়া ওই বৈঠকে বিশেষ গুরুত্ব পেতে পারে। সূত্রের খবর, একইসঙ্গে কৃষকরা ফসলের যে ন্যূনতম সহায়ক মূল্যের জন্য আইনের দাবি করে আসছেন, সেই নিয়েও আলোচনা হতে পারে সর্বদল বৈঠকে ।

প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার সর্বদল বৈঠকের শেষে সন্ধ্যায় বৈঠক রয়েছে বিজেপির সংসদীয় এক্সিকিউটিভ কমিটির । শোনা যাচ্ছে, তার আগে দুপুর তিনটে নাগাদ বৈঠকে বসতে পারেন এনডিএর দলগুলির প্রতিনিধিরাও। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবারের এই সবক’টি বৈঠকেই থাকতে পারেন ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে অভিনেতা কমল হাসান । এম ভারত নিউজ

ইতিমধ্যেই, কমল হাসানকে চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে । এরপরেই অভিনেতা সবাইকে সতর্ক করে বলেন, সাবধানে থাকতে হবে সবাইকে। কোভিড এখনও বিদায় নেয়নি।

Subscribe US Now

error: Content Protected