৬ মুখ্যমন্ত্রীকে সতর্ক বার্তা দিলেন প্রধানমন্ত্রী । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 32 Second

করোনা সংক্রমনের বাড়বাড়ন্ত নিয়ে ৬ রাজ্যের মুখ্যমন্ত্রীকে সতর্ক বার্তা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ছয় রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। সংক্রমনের দিক থেকে তালিকাভুক্ত শীর্ষস্থানে নাম লিখিয়েছে যে ৬ টি রাজ্য সেগুলি হল ,তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ,কর্ণাটক,মহারাষ্ট্র ,ওড়িশা ,কেরালা । আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন, অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি, কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এবং কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। মূলত দেশের অন্যান্য প্রান্তে করোনা সংক্রমনের মাত্রা কম হলেও এই ছয় রাজ্যে সংক্রমনের মাত্র এখনও বেশ কিছুটা ঊর্ধ্বগামী। আর সেই কারণেই তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা নিয়ে আগাম সতর্কবার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টেস্ট, ট্র্যাক, ট্রিট এবং টিকা এই চার পদ্ধতির মাধ্যমে করোনা সংক্রমণ রক্ষার প্রচেষ্টার ব্যাপারেও তাঁদেরকে অবগত করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী এই ছ’টি রাজ্যকে সতর্ক করে বলেছেন, “আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে যখন করোনার তৃতীয় ধাক্কা নিয়ে আলোচনা হচ্ছে। আর গত কয়েকদিনে নতুন সংক্রমণের ৮০ শতাংশই হয়েছে এই ছ’টি রাজ্যে। এই একই ট্রেন্ড দেখা গিয়েছিল এবছর জানুয়ারিতে করোনার দ্বিতীয় ধাক্কার আগে। তাই যেসব রাজ্যে আক্রান্তের সংখ্যা বেশি তাদের আরও সক্রিয় হতে হবে। কারণ তৃতীয় ধাক্কার আশঙ্কা থাকছেই।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

২০ জুলাই ফল প্রকাশ হচ্ছে মাধ্যমিকের, জানাল পর্ষদ । এম ভারত নিউজ

মাধ্যমিকের ফল প্রকাশের দিন ঘোষণা করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। জানা যাচ্ছে আগামী ২০ জুলাই ফল প্রকাশ হতে চলেছে। জানা যাচ্ছে ঐদিন সকাল নটার সময় আনুষ্ঠানিক ফল প্রকাশের পরে সকাল দশটা থেকেই অন্যান্যবারের মত সোশ্যাল সাইটে দেখতে পাওয়া যাবে ফলাফল। জানা যাচ্ছে পুরনো নিয়ম অনুসারেই, রেজিস্ট্রেশন নম্বর ও ডেট অফ বার্থ […]
state_180

Subscribe US Now

error: Content Protected