হিমাচল প্রদেশের রোটাংয়ে বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার ফলে মানালি থেকে লেহ যেতে সময় কমল ৪ ঘণ্টা। শনিবার প্রধানমন্ত্রী প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নামাঙ্কিত টানেলের নাম দেন। নয়া টানেলের নাম অটল টানেল। ১০ হাজার ফুট উঁচু ও ৯.০২ কিলোমিটার লম্বা এই টানেলের মাধ্যমে মানালি ও লাহুল-স্পিতি ভ্যালির মধ্যে যোগাযোগ তৈরি হচ্ছে। যার জেরে এড়ানো যাবে তুষারপাত সমস্যা। ফলে শীতের মরশুমেও দ্রুত পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) সেনা ও সামরিক সরঞ্জাম পৌঁছনো সম্ভব হবে।
এই টানেলের ভেতরে প্রতি ৬০ মিটার অন্তর সিসিটিভি ক্যামেরা বসানো আছে। এছাড়া প্রতি ৫০০ মিটার অন্তর টানেল থেকে বেরনোর জন্য এমার্জেন্সি এগজিটের ব্যবস্থা রয়েছে।এদিন জাতির উদ্দেশে ‘অটল টানেল’ উৎসর্গ করতে গিয়েও ইউপিএ সরকারের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পগুলিতে উপেক্ষার অভিযোগ তোলেন মোদী। পাশাপাশি মোদীর মন্তব্য, ‘‘আমাদের সরকার ২৬ বছরের কাজ ৬ বছরে করে দেখিয়েছে।’’ এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়ত এবং সেনাপ্রধান এম এম নরবণে।