এবার ভারতের সফর বাতিল করলেন জাপানের প্রধানমন্ত্রী।করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল গোটা বিশ্ব । তারই মধ্যে সংক্রমণের মাত্রা অতিকায়ত্ব ধারণ করল জাপানে , সেই কারণেই সংক্রমণ ছড়াতে পারে এমন আশঙ্কা থেকেই ভারতের সফর বাতিল করলেন তিনি। ইতিমধ্যেই কিছুদিন আগে ভারতের সফর বাতিল করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ব্যারিস জনসন। চলতি মাসের ২৫ এপ্রিল ভারতে সফরে আসার কথা ছিল তাঁর। গত মার্চ মাসেই তাঁর ডাউনিং স্ট্রিট অফিসের তরফে বরিস জনসনের ভারতে আসার কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু করোনা সংক্রমনের বাড়বাড়ন্তের কারণেই এই সফর বাতিল করতে বাধ্য হন তিনি। তবে শুধু তাই নয় তারও আগে চলতি বছরে প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে তাঁকে আমন্ত্রণ জানিয়েছিল মোদী সরকার। সেই সময় ব্রিটেনে চোখ রাঙাচ্ছিল করোনার নয়া স্ট্রেন। থরে থরে মানুষ করোনা আক্রান্ত হচ্ছিলেন, সেই কারণেই সফর বাতিল করতে বাধ্য হয়েছিলেন, ব্যারিস জনসন। তবে জাপানের প্রধানমন্ত্রী সফর বাতিল করার কারণে চিন্তা পরল ভারত কারণ, দিনে দিনে ভারত চীন সম্পর্ক অবনতির দিকে যাচ্ছে । এই মুহূর্তে জাপানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারতের জন্য খুবই লাভদায়ক হবে বলেই মনে করছেন ভারতের বিদেশমন্ত্রক । করোনার এই বাড়বাড়ন্ত জন্যই ফের সফর বাতিল করতে বাধ্য হলেন জাপানের প্রধানমন্ত্রীও।
ভারত সফর বাতিল করলেন জাপানের প্রধানমন্ত্রী । এম ভারত নিউজ
Read Time:2 Minute, 9 Second