স্কুল খুলতে না খুলতেই বিক্ষোভে অভিভাবকরা । রুবি পার্কের একটি স্কুলের সামনে ক্লাস বন্ধ রাখা এবং অনলাইনের পঠন-পাঠন চালু রাখার দাবিতে বিক্ষোভ দেখান কয়েকজন অভিভাবক । আজ শুক্রবার বনধের পরিবেষেই খুলেছে স্কুল । দীর্ঘ ১১ মাস পর স্কুল খোলায় কিছুটা স্বস্তিতেই ছাত্র-ছাত্রীরা । অনলাইনে ক্লাস করতে গিয়ে পড়াশুনোয় অনেক ব্যঘাত ঘটছিল এমনকি অনেকেই এই অনলাইন ক্লাসকে গুরুত্বও দিচ্ছিলেন না । করোনা পরিস্থিতি কিছুটা হালকা হতেই প্রশাসনের তরফে তাই স্কুল খোলার নির্দেশ দেওয়া হয় । যদিও সেক্ষেত্রে বেশ কয়েকটি কড়া গাইডিলাইন মানার কথা বলা হয়েছে । ইতিমধ্যেই প্রতিটি স্কুল সেই গাইডলাইন মেনে ক্লাস শুরুও করে দেওয়া হয়েছে । তবে স্কুল খুলে যাওয়ার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই চোখে পড়ল অভিভাবকদের বিক্ষোভ ।

রুবি পার্কের একটি স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাভকরা । এখনও স্কুলে গিয়ে পড়াশুনো করার মত পরিস্থিতি তৈরী হয়নি বলেই দাবী করছেন তাঁরা । তাঁদের দাবী পরীক্ষা এবং ক্লাস অনলাইনেই নেওয়া হোক । শুক্রবার সকাল থেকেই স্কুলের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। তাঁদের যুক্তি, যে নির্দেশিকা রাজ্যের তরফে জারি করা হয়েছে, সেখানে ক্লাস করানো কোনওভাবেই সম্ভব নয়। কারণ, কোনও পড়ুয়ার সর্দি-কাশি থাকলে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া সব ক্ষেত্রে সম্ভব নয়। পরীক্ষা যদি অফলাইনে হয়, সেক্ষেত্রে পরীক্ষার দিন কারও জ্বর-সর্দি থাকলে, তার কী হবে, তা নিয়েও প্রশ্ন তুলছেন তাঁরা। স্কুল কর্তৃপক্ষের তরফে একাধিকবার বোঝানোর চেষ্টা করা হলেও নিজেদের দাবিতে অনড় তারা। ঘটনাস্থলে হাজির বিশাল পুলিশ বাহিনী। দফায় দফায় অভিভাবকদের সঙ্গে আলোচনা করছেন পুলিশ আধিকারিকরা। তবে এখনও কোন সুরাহা মেলেনি ।