Read Time:1 Minute, 22 Second
দল ছাড়ার কথা উঠতেই সোমবার রাতে প্রাক্তন মেয়র তথা বিজেপি সদস্য শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক অরবিন্দ মেনন । দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গেও কথা হয়েছে শোভনবাবুর । একুশের ভোটে তিনি সঙ্গে থাকলে কিছু না কিছু সুবিধা হবে এমনটাই বিশ্বাস বিজেপির যদিও তৃণমূলের তরফে শোভনবাবুকে দলে টানার নানাভাবেই চেষ্টা চালানো হচ্ছে । রাজ্য বিজেপির এক নেতা বলেন, বিজেপিতে যোগ দিয়ে এখনও দলের নেতা হয়ে উঠতে পারেননি শোভনবাবু কেবল সদস্য হয়েই আছেন এই মুহূর্তে । কারণ, বিজেপির কর্মী সমর্থকদের নেতা হয়ে ওঠার মতো কোনও কর্মসূচিই তিনি পালন করেননি। তবে হ্যাঁ এটা ঠিক যে দক্ষিণ চব্বিশ পরগনায় ওনার কিছুটা পরিচিতি আছে যেখানে বিজেপির সংগঠন দুর্বল, আর ২০২১-এর ভোটে সেই জন্যেও তাঁর দরকার পড়তে পারে ।
