সাসপেন্ড হওয়ার পর ঘোষিত দিনেই ছবি মুক্তি পাবে বলে প্রাথমিক প্রতিক্রিয়ায় জানালেও শেষ পর্যন্ত নিজেদের অবস্থান থেকে পিছু হঠলেন রাজন্যা প্রান্তিক। তাদের বিতর্কিত ছবির মুক্তি স্থগিত রাখলেন সাসপেন্ডেড তৃণমূল ছাত্র পরিষদ নেতা-নেত্রী।
সোমবার টিএমসিপি-র রাজ্যসভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে রাজন্যা হালদার এবং প্রান্তিক চক্রবর্তী। তাদের পাঠানো এ দিনের ইমেলে লেখা হয়েছে,”বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে, বিষয়টির সংবেদনশীলতার কথা মাথায় রেখে এবং বিচারবিভাগীয় প্রক্রিয়ার অংশীদার হিসাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, এই মুহূর্তে স্বল্প দৈর্ঘ্যের ছবিটি প্রকাশ করবো না। আমরা এই সিনেমাটির মুক্তি স্থগিত রাখছি।”
সম্প্রতি প্রকাশিত হয়েছে শর্ট ফিল্মটির একটি পোস্টার। যা ঘিরে শুরু হয়েছে বিতর্ক। ছবিটির নাম ‘আগমনী: তিলোত্তমাদের গল্প’। স্বল্প দৈর্ঘ্যের এই ছবিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রাজন্যা। সিনেমাটি প্রযোজনা করেছেন রাজন্যার ঘনিষ্ঠ বন্ধু প্রান্তিক। প্রকাশিত পোস্টারে দাবি করা হয় আর জি কর কান্ড নিয়ে নির্মিত হয়েছে ছবিটি।
এমন একটি স্পর্শকাতর বিষয় নিয়ে ছবি তৈরিকে অনুমোদন দেয় নি তৃণমূলও। গত শুক্রবার রাতেই টিএমসিপি-র পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে রাজন্যা এবং প্রান্তিককে সংগঠোনের পদ থেকে সাসপেন্ড করা হয়।
রাজন্যা প্রান্তিকের ছবির বিষয়টি সোমবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানিতেও আলোচনা আসে।