
প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। চলতি বছরের ১৪ মার্চ শুরু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। যা চলেছিল ২৭ মার্চ পর্যন্ত। বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগ মিলিয়ে এবছর প্রায় সাড়ে ৮ লক্ষ পড়ুয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে বলে বোর্ড সূত্রে খবর। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছেন শুভ্রাংশু সরদার। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র শুভ্রাংশু। কিন্তু কেবল শুভ্রাংশুই নন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পড়ুয়াতেই ছয়লাপ এ বারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। প্রথম দশে শুধুমাত্র সেই স্কুলের ৯ পড়ুয়া। চোখধাঁধানো ফল করে তাক লাগিয়ে দিয়েছেন সকলে।
মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও ভাল ফল করল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। উচ্চ মাধ্যমিকে প্রথম দশের মধ্যে তাদের বিদ্যালয়েরই ৯জন পড়ুয়া রয়েছেন। আর এই নজরকাড়া সাফল্যে খুশি বিদ্যালয়ের পড়ুয়া থেকে শিক্ষক, শিক্ষাকর্মীরা। এই স্কুল থেকে রাজ্যে প্রথম হয়েছেন শুভ্রাংশু সরদার। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬।
মেধাতালিকায় প্রথম দশে রয়েছেন ৮৭ জন। এর মধ্যে শুধু হুগলিরই ১৮ জন পরীক্ষার্থী। মেধাবীদের সংখ্যায় অন্য জেলাকে টেক্কা দিয়েছে হুগলি। ৪৯৫ নম্বর পেয়ে দ্বিতীয় বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয়ের সুষমা খাঁ এবং উত্তর দিনাজপুরের রামকৃষ্ণপুর প্রমোদ দাশগুপ্ত মেমোরিয়াল হাইস্কুলের (এইচএস) আবু সামা। ৪৯৪ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন তমলুক হ্যামিলটন হাই স্কুলের চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাট ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয় অনুসূয়া সাহা এবং শ্রেয়া মল্লিক এবং আলিপুরদুয়ারের কামাক্ষ্যাগুড়ি গার্লস হাই স্কুল পিয়ালি দাস।
পাশের হারে রাজ্যের অন্যান্য জেলার মধ্যে উচ্চ মাধ্যমিকেও এগিয়ে পূর্ব মেদিনীপুর। এই জেলার পাশের হার ৯৫.৭৫ শতাংশ। মাধ্যমিকেও পাশের হারে সবার আগে ছিল এই জেলাই। ছাত্রদের পাশের হার ৯১.৮৬ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৭.২৬ শতাংশ। এদিন সাংবাদিক বৈঠক সংসদ জানায় একাদশ শ্রেণির পরীক্ষার সমস্ত দায়িত্ব স্কুলই নেবে বলে জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তবে প্রশ্নপত্র কী ভাবে তৈরি করতে হবে, তা বলে দেবে সংসদ।