সপ্তম দফা নির্বাচনের আবহে সকাল থেকেই খবরের শিরোনামে উঠে এলো বীরভূমের নানুরের নাম। ভোটগ্রহণের দিন বীরভূমের নানুরে বোমা বিস্ফোরণের কারণে উড়ে গেল বাড়ির ছাদ । বিজেপির অভিযোগ, বোমাগুলি মজুত করেছিল তৃণমূল। অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। অষ্টম দফায় ভোটগ্রহণ হতে চলেছে বীরভূমের নানুরে। ভোটগ্রহণের সূচনাপর্ব থেকেই খবরের শিরোনামে প্রায় প্রতিদিনই দুর্নীতির কারণে সামনে আসছিল নানুরের নাম।
সোমবার নানুর বিধানসভা কেন্দ্রের কীর্ণাহারের ১ নম্বর গ্রামপঞ্চায়েত কাফেরপুর একটি পরিত্যক্ত বাড়ির শৌচালয়ের ছাদ উড়ে যায় বিস্ফোরণে। জানা যায় ওই বাড়ির মালিকের নাম লালটু । যদিও তাঁর রাজনৈতিক পরিচয় সম্পর্কে এখনও পর্যন্ত কোনো বিশেষ তথ্য পাওয়া যায়নি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। আশেপাশে আরও কোন স্থানে বোমা রাখা হয়েছে, কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের পাশাপাশি ওই স্থানে পৌঁছেছে বোম স্কোয়াড তবে এই ঘটনার খবর সামনে আসার পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি নির্বাচনী আবহে নানুরের এই ঘটনা আরও একবার মানুষকে চিন্তার মুখে ফেলল।