সংক্রমণ নিয়ন্ত্রণে আসতেই শিথিল হয়ে গেল দুবাইয়ের বিধি নিষেধ। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা বাড়তেই অন্যান্য দেশের নাগরিকদের জন্য বন্ধ করা হয়েছিল দুবাইয়ের দরজা। তবে এবার সংক্রমণ নিয়ন্ত্রণে আসামাত্র বিশ্বের বেশ কয়েকটি দেশের জন্যই খুলে গেল এই দরজা। তবে, শর্তসাপেক্ষে মিলছে প্রবেশাধিকার। প্রসঙ্গত উল্লেখ্য, আরব আমিরশাহির তরফে অনুমোদন দেওয়া হয়েছে এমন ভ্যাকসিন গ্রহণ করলেই মিলবে প্রবেশাধিকার। আরব আমিরশাহী তরফেই যে সমস্ত ভ্যাকসিন গুলিকে অনুমোদন দেওয়া হয়েছে সেগুলি হল, সিনোফার্ম, ফাইজ়ার- বায়োএনটেক, স্পুটনিক ভি ও অক্সফোর্ড -অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন। সেই অর্থে ভারতের যে সমস্ত ব্যক্তিরা কভিশিল্ড বা স্পুটনিক ভি গ্রহণ করেছেন কেবল মাত্র তাঁরাই দুবাইয়ে প্রবেশাধিকার পাবেন ।
দুবাইয়ের বিপর্যয় মোকাবিলার সুপ্রিম কমিটির প্রধান শেখ মনসুর বিন মহম্মদ জানান, আগামী ২৩ জুন থেকে ভারত, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়ার যাত্রীরা দুবাইয়ে প্রবেশ করতে পারবেন। তবে ভারতীয় যাত্রীদের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য সম্পূর্ণ হলে তবেই মিলবে প্রবেশাধিকার অর্থাৎ দুবাই বসবাসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র এবং টিকাকরণের প্রমাণ স্বরূপ প্রয়োজনীয় কাগজ ও আরটিপিসিআর টেস্টের রিপোর্ট নিয়ে পৌঁছতে হবে, তবেই পাওয়া যাবে দুবাইয়ে প্রবেশাধিকার । মূলত দুবাই যাত্রা করার আগে এবং দুবাই পৌঁছনোর চার ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় আর্টিপিসিয়ার টেস্ট সম্পন্ন করতে হবে। তারপর ফলাফল আসা পর্যন্ত দেশের প্রশাসনিক কোরেন্টাইন সেন্টারে রাখা হবে সেই ব্যক্তিকে।
দক্ষিণ আফ্রিকা বা নাইজেরিয়ার ক্ষেত্রে এই ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই। যাত্রা শুরু করার ৪৮ ঘণ্টা আগে আর্টিপিসিআর রিপোর্ট যথেষ্ট বলেই গণ্য করা হবে। পাশাপাশি যে সমস্ত মানুষ আরব আমিরশাহির বাসিন্দা তাঁদের জন্য প্রয়োজন নেই টিকাকরণের কাগজ । কেবলমাত্র কিউআর কোড যুক্ত আর্টিপিসিয়ার রিপোর্ট দেখালেই মিলবে দুবাইয়ে প্রবেশাধিকার।