0
0
Read Time:1 Minute, 32 Second
বিনামূল্যে ফুচকা না পাওয়ায় বিক্রেতাকে পিটিয়ে খুন। একদল যুবকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। ভয়াবহ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে। মৃতের নাম, প্রেম চাঁদ। কানপুরের সাফিপুর শহরের বাসিন্দা ছিলেন তিনি। ওই এলাকাতেই রোজ বিকেলে ফুচকা বিক্রি করতেন প্রেম। মৃতের ছেলে জানিয়েছেন, ফ্রি-তে ফুচকা না দেওয়ায় স্থানীয় গুন্ডা ধীরজ ও তার কয়েকজন বন্ধু বেধড়ক মারধর করে তার বাবাকে। গুরুতর আহত অবস্থায় সে’দিন বাড়িতে ফেরেন প্রেম। রাতে বাড়িতেই মৃত্যু হয় তাঁর।
পরিবারে প্রেম একাই উপার্জন করতেন। তাঁর মৃত্যুর পর থানায় এফ আই আর দায়ের করেছে পরিবার। যদিও পুলিশ জানিয়েছে, প্রেমের মৃতদেহে কোনও আঘাতের চিহ্ন নেই। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত জারি রয়েছে।