জেগে উঠল ইন্দোনেশিয়ার সেমেরু আগ্নেয়গিরি । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 19 Second

ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া। জেগে উঠেছে সেমেরু আগ্নেয়গিরি। অগ্ন্যুৎপাতের জেরে ইন্দোনেশিয়ায় মৃত্যু হয়েছে অন্তত ১৩ জনের, আহত বহু। সব মিলিয়ে এলাকায় আতঙ্কের আবহ। দ্রুত সাধারণ মানুষের স্বার্থে উদ্ধারকাজে নেমেছে ইন্দোনেশিয়ার বিপর্যয় মোকাবিলা বিভাগ। গতকাল অর্থাৎ শনিবার দুপুর থেকেই ফের জেগে ওঠে জাভা দ্বীপের দীর্ঘতম আগ্নেয়গিরি সেমেরু। আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখেই ভয়ে ঘর ছাড়তে শুরু করেন সাধারণ মানুষ। আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে লাগাতার ছাই ও আগুনের দলা পাকানো মেঘ নির্গত হতে থাকে। ভয়াবহ বিপদের আঁচ বুঝেই তড়িঘড়ি এলাকা ছাড়তে শুরু করে দেন নিকটবর্তী পূর্ব জাভা প্রদেশের গ্রামগুলির বাসিন্দারা।

প্রসঙ্গত উল্লেখ্য, শুধুমাত্র ইন্দোনেশিয়াতেই সক্রিয় জীবন্ত আগ্নেয়গিরির সংখ্যা প্রায় ১৩০টি। গত জানুয়ারিতেও অগ্ন্যুৎপাত হয় সেমেরু আগ্নেয়গিরি থেকে। যদিও সেবার কোনও হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু
ইন্দোনেশিয়ার সরকারি সূত্র জানাচ্ছে, এবারের অগ্ন্যুৎপাতের ফলে মৃত্যু হয়েছে অন্তত ১৩ জনের। তাঁদের মধ্যে দু’জনকে শনাক্ত করা গিয়েছে। আহত হয়েছেন আরও ৯৮ জন। তাঁদের মধ্যে রয়েছেন দু’জন অন্তঃসত্ত্বা মহিলাও। উপদ্রুত এলাকা থেকে তৎপরতার সঙ্গে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৯০২ জনকে। আহতদের মধ্যে অন্তত ৩৫ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। সব মিলিয়ে আগুনে পুড়ে কমবেশি ৪১ জন জখম হয়েছে বলে জানা গিয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

সোমবারই সংসদে ব্যাঙ্ক বেসরকারিকরণ বিল পেশ করার ভাবনা কেন্দ্রের । এম ভারত নিউজ

কৃষি আইনের পর এবার ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে আন্দোলনের হুঁশিয়ারি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ! সংসদে মোদী সরকার ব্যাঙ্ক আইন সংশোধনী বিল পাশ করলেই দেশজুড়ে কৃষক বিক্ষোভের পথেই আন্দোলনের হুঁশিয়ারি দিলেন কৃষক নেতা রাকেশ টিকায়েত। টিকায়েতের দাবি, এবার বেসরকারিকরণের প্রতিবাদে দেশজুড়ে আন্দোলন প্রয়োজন। রবিবার টুইট করে রাকেশ টিকায়েত জানিয়েছেন, ৬ ডিসেম্বর অর্থাৎ […]

Subscribe US Now

error: Content Protected