কেঁপে উঠলো উত্তরবঙ্গের মাটি, আতঙ্কিত এলাকাবাসী । এম ভারত নিউজ

admin
0 0
Read Time:1 Minute, 59 Second

ভূকম্পনে এবার কেঁপে উঠলো উত্তরবঙ্গ। আজ বিকেলে দার্জিলিঙে ভূমিকম্প অনুভূত হয় । একই সঙ্গে কেঁপে উঠেছে সিকিমের মাটিও। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৪। ভূমিকম্পের উৎসস্থল নেপালের সিন্ধুপালচক জেলা। তবে, সিকিম এবং চিনের সীমান্ত জুড়ে কম্পনের উৎসস্থল বিস্তৃত ছিল।

সূত্রের খবর,দার্জিলিঙের বিস্তীর্ণ এলাকায় আজ বিকেলে কম্পন অনুভূত হয়েছে। আচমকা মাটি দুলে উঠতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। দার্জিলিংয়ের সাধারণ মানুষ ও পর্যটকরা রাস্তায় বেরিয়ে পড়েন। আতঙ্কে রাস্তায় ছোটাছুটি করতে দেখা যায় স্থানীয়দের। অনেক পর্যটকও রয়েছেন সেখানে।

অন্যদিকে, নেপালের সিসমোলজিক্যাল সেন্টার থেকে জানানো হয়েছে, কাঠমান্ডুর থেকে ১১৪ কিলোমিটার পূর্বে মধ্য নেপালের সিন্ধুপালচক জেলার পানফুং জেলায় ভূমিকম্পের এপিসেন্টার। জানা গিয়েছে রিখটার স্কেলে ৪.৭ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হেনেছে নেপালে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ন্যাশনাল সিসমোলজিক্যাল রিসার্চ সেন্টার। প্রসঙ্গত উল্লেখ্য, গতকালও মৃদু ভূমিকম্প হয়েছিল নেপালে। পশ্চিম নেপালের গোর্খা জেলায় ওই ভূমিকম্পের রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৩।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ফ্রান্সে চার্লেভিল্লে জাতীয় প্রতিযোগিতায় জয় লাভ ফেন্সার ভবানীর। এম ভারত নিউজ

অভিনব সাফল্য ভারতীয় ফেন্সার ভবানী দেবীর।জানা যাচ্ছে , ফ্রান্সের চার্লেভিল্লে জাতীয় প্রতিযোগিতায় জয় লাভ করেছেন ভারতীয় অসিক্রীড়ক ভবানী দেবী। ইতিমধ্যেই ভবানী দেবীকে তাঁর জয়ের জন্য তাঁর কোচ ক্রিশ্চিয়ান বওয়ার, অরনাউড স্নাইডারকে ধন্যবাদ জানিয়েছেন। এই প্রসঙ্গে তিনি বলেন,’ চার্লেভিল্লে জাতীয় স্তরে একক প্রতিযোগিতায় জয়লাভ করতে সক্ষম হয়েছি। কোচ ক্রিশ্চিয়ান বওয়ার, অরনাউড […]

Subscribe US Now

error: Content Protected