নিউ নর্মালেই চলছে যাবতীয় উৎসব। তাই এবছরটা অন্যান্য বছরের তুলনায় একেবারে অন্যরকম। তবে বছরের শেষ বলে কথা। ক্রিসমাসে মজা হবে না তাও কী হয়। কঠিন পরিস্থিতিতে পরিবারকে নিয়েই ক্রিসমাস সেলিব্রেট করলেন বলি তারকারা। ক্রিসমাসের সেলিব্রেশনে মাততে দেখা গেল কাপুর পরিবারের সমস্ত সদস্যদের। বরুণ ধাওয়ানের সঙ্গে ক্রিসমাসের সেলিব্রেশনে মেতে উঠলেন কিয়ারা আডবাণী।
এদিকে, হাবি নিক জোনাসের সঙ্গে ক্রিসমাস সেলিব্রেট করলেন পিগি চপস। ক্রিসমাসের সেলিব্রেশনে মেতে উঠলেন করিশ্মা কাপুর। অন্যদিকে, সইফ আলি খান আর ছোট্ট তৈমুরের সঙ্গে ক্রিসমাসের সেলিব্রেশনে চুটিয়ে মজা করলেন করিনা কাপুর খান। মা-বাবা, বোন, ছেলে ও বোনের দুই সন্তানের সঙ্গে ক্রিসমাস সেলিব্রেট করলেন মালাইকা অরোরা। পরিবারের সঙ্গে ক্রিসমাসের সেলিব্রেশনে মজলেন কাজল। পাশাপাশি অনুরাগীদের ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়ে পরিবারের সকল সদস্যদের এক টুকরো ছবির কোলাজ পোস্ট করেছেন অভিনেত্রী। স্ত্রী মীরার সঙ্গে ক্রিসমাসের সেলিব্রেশনে অভিমনেতা শাহিদ কাপুর।