তিন হাসপাতালের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ রাজ্যের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 0 Second

দেশজুড়ে লাগাম ছাড়া করোনা পরিস্থিতি। আর এরই সুযোগ নিয়ে রোগীদের মোটা অঙ্কের বিল ধরাচ্ছে বেসরকারি হাসপাতালগুলি। এবার এই অভিযোগের ভিত্তিতেই শহরের তিন বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিল সরকার।

স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয় যে সোমবার থেকে আর করোনা রোগী ভর্তি নিতে পারবেনা বেহালার অ্যাপেক্স, পার্ক সার্কাসের গুড সামারটিন এবং নিউটাউনের উজ্জীবন, এই তিন হাসপাতাল। করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে মাত্রাতিরিক্ত বিল করার একাধিক অভিযোগ উঠেছিল এই তিন হাসপাতালের বিরুদ্ধে। এছাড়াও বহুবার স্বাস্থ্যসাথী কার্ড ফিরিয়ে দেওয়ার অভিযোগ আছে এই তিন হাসপাতালের নামে। এর আগেও এব্যাপারে বেসরকারি হাসপাতাল গুলিকে সতর্ক করেছিল স্বাস্থ্য দপ্তর। কিন্তু ফল হয়নি কিছুই। যার পরই এদিন এহেন কঠিন পদক্ষেপ নিল স্বাস্থ্য মন্ত্রক।

তবে রাজ্যের এই উদ্বেগজনক করোনা পরিস্থিতিতে এই সিদ্ধান্ত কতটা তাৎপর্যপূর্ণ তাই নিয়ে উঠছে প্রশ্ন । যেখানে বেড এবং অক্সিজেনের সংকটে মারা যাচ্ছেন বহু সেখানেই এই ধরনের সিদ্ধান্ত না নিয়ে অন্য কোন ভাবেও শায়েস্তা করা যেত নির্দিষ্ট এই হাসপাতালগুলিকে বলেই মনে করছেন বিশেষজ্ঞের একাংশ ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

BIG BREAKING : জামিন পেলেন নারদা কান্ডে অভিযুক্ত ৪ নেতা । এম ভারত নিউজ

BIG BREAKING : সোমবার সকালে নারদা কান্ডে ধৃত চার হেভিওয়েট তৃণমূল নেতা-মন্ত্রীকে জামিন দিল ব্যাঙ্কশাল আদালত। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে মঞ্জুর হয়েছে এই জামিন । মামলার ভার্চুয়াল শুনানি শেষ সন্ধ্যে নাগাদ চার নেতার জামিনের আবেদন মঞ্জুর করেন বিচারপতি অনুপম মুখোপাধ্যায়। ১২ঘন্টার কিছু বেশিক্ষণ সিবিআইয়ের হেফাজতে থাকার পর জামিন পেলেন […]

Subscribe US Now

error: Content Protected