Read Time:1 Minute, 12 Second
নির্বাচন যত এগিয়ে আসছে পুলিশ প্রশাসনে রদবদল করছে রাজ্য প্রশাসন। বুধবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ২ ব্লকের গান্ধীরোড মাঠে দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে এমনটাই দাবি করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এদিন তৃণমূলকে নিশানা করতে গিয়ে শুভেন্দু বলেন, আমফানে প্রকৃত ক্ষতিগ্রস্তরা টাকা পায়নি। এদিনও
তৃণমূলকে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে বলে কটাক্ষ করেন তিনি। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের নাম বদলে বাংলায় প্রকল্প আনছে রাজ্য।

এদিন বিজেপির এই নেতা বলেন, আগামী দিনে যদি কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছাতে হয় তবে সংঘবদ্ধভাবে লড়াই করে এই প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে তুলে দিতে হবে।