বাঙালির দুর্গাপুজো প্রায় আসন্ন। তার আগে অবশ্য রয়েছে ভোটপুজোও। কিন্তু চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ। প্রায় প্রতিদিনই ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। কিন্তু এরই মধ্যে রাজ্যবাসী স্বস্তি দিল সোমবারের কোভিডের নিম্নমুখী গ্রাফ। গত ২৪ ঘণ্টায় একধাক্কায় অনেকটা কমলো রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। যদিও বেড়েছে মৃত্যু। রাজ্যের স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৪৭২ জন, মৃত্যু হয়েছে ১৫ জনের। একই সময়ে সুস্থ হয়েছেন ৫৫৬ জন। সবমিলিয়ে আপাতত স্বস্তি দিচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে কলকাতা। গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ৭৬ জন কলকাতার বাসিন্দা। তবে গতকালের তুলনামূলক ভাবে অনেকটা কমে অনেক দিন পর ১০০-এর নিচে নেমেছে কলকাতার দৈনিক আক্রান্তের সংখ্যা। সংক্রমণের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনার; সেখানে একদিনে আক্রান্ত ৭২ জন। ফের তৃতীয় স্থানে হুগলি। সেখানে একদিনে আক্রান্তের সংখ্যা ৩৪ জন। চতুর্থ স্থানে দক্ষিণ ২৪ পরগনা। এছাড়াও কম-বেশী প্রায় সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিস মিলেছে।
সোমবার পজিটিভিটি রেট ১. ৭৩ শতাংশ। আপাতত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লক্ষ ৬৬ হাজার ৮৬৫। কিন্তু চিন্তা বাড়াচ্ছে মৃতের সংখ্যা। একদিনে কোভিড প্রাণ কেড়েছে রাজ্যের ১৫ জনের। আগের দিনের তুলনায় বেড়েছে মৃত্যু। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। ওই জেলায় একদিনে করোনার বলি ৪। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ১৮ হাজার ৭৫১ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫ লক্ষ ৪০ হাজার ৫৩০। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। পুজোর মরশুমে আপাতত খুশির হাওয়া রাজ্যবাসীর মনে।