Read Time:1 Minute, 14 Second

রাজ্যে ট্রেন চালানোর প্রস্তুতি শুরু করতে রেলকে নোট পাঠাল রাজ্যের স্বরাষ্ট্র দফতর। সোমবার বিকেলে নবান্নে ২ পক্ষের বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে রেলকে ট্রেন চালানোর অনুরোধ করেছে রাজ্য। তবে এখনও রফাসূত্র না হওয়ায় বৃহস্পতিবার ফের বৈঠকে বসবে ২ পক্ষ। রাজ্যের পাঠানো নোটে লোকাল ট্রেন চালানোর জন্য রেলকে সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। তবে লোকাল ট্রেনে সোশ্যাল ডিসট্যান্সিং কী করে বজায় রাখা হবে তা নিয়েও উঠছে প্রশ্ন। আর তা স্থির করতেই ফের বৃহস্পতিবার বৈঠক রয়েছে।
মার্চ মাস থেকেই শহর থেকে জেলায় গড়ায়নি রেলের চাকা। পুজোর সময় রেল ট্রেন চালাতে প্রস্তুত হলেও রাজ্য সরকারের তরফে ইতিবাচক সম্মতি না পাওয়ায় ট্রেন চালানো সম্ভব হয়নি।
