অস্বাভাবিক ভাড়ার দাবি আর চলবে না । নির্দিষ্ট ভাড়া ঠিক করে দিক রাজ্যই । কেন্দ্রের তৈরি নির্দেশিকা মেনেই জেলায় জেলায় পর্যাপ্ত সংখ্যায় অ্যাম্বুলেন্স মজুত রাখতে হবে রাজ্যগুলিকে । শুক্রবার এমনটাই রায় দিল সুপ্রিম কোর্ট । দেশে সংক্রমণ বাড়তে শুরু করার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে অ্যাম্বুলেন্স সংক্রান্ত বহু অভিযোগ সামনে এসেছে ।

কখনও অভিযোগ উঠেছে, বিপুল অঙ্কের ভাড়া দাবি করছে অ্যাম্বুলেন্সগুলো । আবার কখনও অভিযোগ উঠেছে, পর্যাপ্ত অ্যাম্বুলেন্স মজুত না থাকার ফলে বাড়িতে বা রাস্তায় বিনা চিকিৎসায় মারা গেছেন করোনা রোগী । এই সব অভিযোগের ভিত্তিতে রাজ্যগুলির উদ্দেশ্যে এমনটাই স্পষ্ট নির্দেশ শীর্ষ আদালতের । পাশাপাশি প্রত্যেক রোগীই যাতে অ্যাম্বলেন্সের সুবিধে পান, তার জন্য পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা রাখারও নির্দেশ দেওয়া হয়েছে । শুক্রবার বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন বেঞ্চ এই রায় দিয়েছে।
