কোভিড পরিস্থিতি সামাল দিতে নয়া নির্দেশিকা জারি সুপ্রিম কোর্টের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 39 Second

বর্তমানে করোনার এই কঠিন পরিস্থিতিতে পড়ে হাসপাতালগুলির জন্য নয়া নির্দেশিকা জারি করল সুপ্রিম কোর্ট। শুধু তাই নয় গতকাল এই নির্দেশনা জানানো হয়েছে দেশের বর্তমান পরিস্থিতিতে, যদি কোন ব্যক্তির পরিচয়পত্র অথবা বাসস্থানের শংসাপত্র হীন অবস্থায় হাসপাতালে আসেন ,তাহলে তাঁকে জরুরি বিভাগে ভর্তি নিতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে, তাছাড়াও দিতে হবে আপৎকালীন ঔষধপত্র। ইতিমধ্যেই দেশে করোনা সংক্রমণ উত্তরোত্তর বেড়ে চলার কারণে বিভিন্ন রাজ্যের হাসপাতাল গুলির ক্ষেত্রে বিভিন্ন ধরনের নিয়ম হওয়ায়, রাজ্য সাধারণ মানুষকে পড়তে হচ্ছে সমস্যায়।

প্রসঙ্গত উল্লেখ্য বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বের বেঞ্চের তরফ থেকে কেন্দ্রকে আগামী দুই সপ্তাহের জন্য সময় দেওয়া হয়েছে প্রত্যেকটি হাসপাতালে একটি একক পলিসি তৈরি করার জন্য। জানানো হয়েছে এই পলিসি রাজ্যের সকল হাসপাতালগুলোকে মেনে চলতেই হবে। তাছাড়াও কেন্দ্রকে আরও একটি নির্দেশনার মাধ্যমে বলা হয়েছে, বিভিন্ন রাজ্য গুলির সঙ্গে বিচার-বিশ্লেষণ করে একটি আপদকালীন পরিস্থিতি মোকাবিলা করার মতো অক্সিজেন বাফার বানাতে হবে কেন্দ্রকে। ওদিকে দেশের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে বিভিন্ন রাজ্যগুলি থেকে ইতিমধ্যেই লকডাউনের কথা ঘোষণা করা হয়েছে । তাই বর্তমানে দেশের দ্বিতীয় বারের করোনার ঢেউ সামলাতে লকডাউন ঘোষণার ক্ষেত্রে গতকালের নির্দেশনায় সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে, বর্তমানে দেশ খুবই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তাই দেশের বিভিন্ন রাজ্যের সাধারণ মানুষের আর্থসামাজিক পরিস্থিতির কথা বিবেচনা করেই লকডাউন করার সিদ্ধান্ত নিতে পারে রাজ্যগুলি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

জরুরি বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । এম ভারত নিউজ

আর কিছুক্ষণের মধ্যেই জরুরি বৈঠকে তৃণমূল ভবনে উপস্থিত হতে চলেছেন রাজ্যের একক সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসা তৃণমূলের সমস্ত জয়ী প্রার্থীরা। গতকালই, ২০২১ বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার পর জানতে পারে গেছে তৃতীয়বারের মতো ক্ষমতায় এসে সরকার গঠন করতে চলেছে তৃণমূল কংগ্রেস। গতকালের জয় সুনিশ্চিত হওয়ার পরেই আজ […]

Subscribe US Now

error: Content Protected