বর্তমানে করোনার এই কঠিন পরিস্থিতিতে পড়ে হাসপাতালগুলির জন্য নয়া নির্দেশিকা জারি করল সুপ্রিম কোর্ট। শুধু তাই নয় গতকাল এই নির্দেশনা জানানো হয়েছে দেশের বর্তমান পরিস্থিতিতে, যদি কোন ব্যক্তির পরিচয়পত্র অথবা বাসস্থানের শংসাপত্র হীন অবস্থায় হাসপাতালে আসেন ,তাহলে তাঁকে জরুরি বিভাগে ভর্তি নিতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে, তাছাড়াও দিতে হবে আপৎকালীন ঔষধপত্র। ইতিমধ্যেই দেশে করোনা সংক্রমণ উত্তরোত্তর বেড়ে চলার কারণে বিভিন্ন রাজ্যের হাসপাতাল গুলির ক্ষেত্রে বিভিন্ন ধরনের নিয়ম হওয়ায়, রাজ্য সাধারণ মানুষকে পড়তে হচ্ছে সমস্যায়।
প্রসঙ্গত উল্লেখ্য বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বের বেঞ্চের তরফ থেকে কেন্দ্রকে আগামী দুই সপ্তাহের জন্য সময় দেওয়া হয়েছে প্রত্যেকটি হাসপাতালে একটি একক পলিসি তৈরি করার জন্য। জানানো হয়েছে এই পলিসি রাজ্যের সকল হাসপাতালগুলোকে মেনে চলতেই হবে। তাছাড়াও কেন্দ্রকে আরও একটি নির্দেশনার মাধ্যমে বলা হয়েছে, বিভিন্ন রাজ্য গুলির সঙ্গে বিচার-বিশ্লেষণ করে একটি আপদকালীন পরিস্থিতি মোকাবিলা করার মতো অক্সিজেন বাফার বানাতে হবে কেন্দ্রকে। ওদিকে দেশের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে বিভিন্ন রাজ্যগুলি থেকে ইতিমধ্যেই লকডাউনের কথা ঘোষণা করা হয়েছে । তাই বর্তমানে দেশের দ্বিতীয় বারের করোনার ঢেউ সামলাতে লকডাউন ঘোষণার ক্ষেত্রে গতকালের নির্দেশনায় সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে, বর্তমানে দেশ খুবই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তাই দেশের বিভিন্ন রাজ্যের সাধারণ মানুষের আর্থসামাজিক পরিস্থিতির কথা বিবেচনা করেই লকডাউন করার সিদ্ধান্ত নিতে পারে রাজ্যগুলি।