করোনা আবহের কথা মাথায় রেখে অনাড়ম্বর মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান শেষ করা হল মাত্র সাত মিনিটের মধ্যেই। আজ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল জাগদীপ ধনকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আজ সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করলেন রাজ্য মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সূচনাপর্বে শঙ্খধ্বনির মাধ্যমে সাদর সম্ভাষণ জানানো হয়েছিল রাজ্যপাল জাগদীপ ধনকারকে। প্রসঙ্গত উল্লেখ্য গত ৫ই মে রাজ্যে তৃতীয়বারের মত মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার পাঁচ দিন বাদেই আজ ৪৩ জন বিধায়ককে নিয়ে নয়া মন্ত্রিসভা গঠনের জন্য শপথ গ্রহণ অনুষ্ঠান, অনুষ্ঠিত হল রাজভবনের থ্রোন হলে। ২৪ জন পূর্ণমন্ত্রী, ১০জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং ৯জন প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন আজ । তার মধ্যে অসুস্থতার কারণে ভার্চুয়ালি শপথ গ্রহণ করেছেন তিনজন। আজ এই মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯ জন মহিলা মন্ত্রী এবং ৭জন সংখ্যালঘু বিধায়ক। প্রসঙ্গত উল্লেখ্য শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই মন্ত্রিসভার প্রথম বৈঠক হতে চলেছে নবান্নে। আর সেখানেই দায়িত্ব বন্টন করা হবে বিভিন্ন মন্ত্রীদের মধ্যে। শপথগ্রহণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নতুন মন্ত্রীরা কোভিড মোকাবিলার অগ্রাধিকারের ব্যাপারে কথা বলেন। বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উন্নয়ন এবং কোভিড মোকাবিলার কাজেই যোগদান করবেন তাঁরা।
৭ মিনিটে শেষ হল শপথ গ্রহণ । এম ভারত নিউজ
Read Time:2 Minute, 19 Second